পাকিস্তানে ১০ বছর পর টেস্ট ক্রিকেট ফিরল

যেই শ্রীলঙ্কার ওপর সন্ত্রাসী হামলার কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছিল পাকিস্তান, সেই শ্রীলঙ্কাই এবার পাকিস্তানে ফেরালো টেস্ট ক্রিকেট।

২০০৯ সালে শ্রীলঙ্কার ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলার কারণে প্রায় ৬ বছর কোনো আন্তর্জাতিক ক্রিকেট হয়নি পাকিস্তানে। ২০১৫ সাল থেকে সীমিত ওভারের ক্রিকেট ফিরলেও, কোনো দলই টেস্ট খেলতে যাচ্ছিলো না দেশটিতে।

অবশেষে ১০ বছর আগে হামলার শিকার হওয়া দলটিই, সেই ঘটনার পর প্রথমবারের মতো টেস্ট খেলতে নেমেছে পাকিস্তানে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নেমেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

সিরিজের পরের ম্যাচটি হবে করাচিতে। আগামী ১৯ ডিসেম্বর করাচির জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

তার আগে রাওয়ালপিন্ডি টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে তাদের সংগ্রহ বিনা উইকেটে ৩৩ রান। অধিনায়ক দিমুথ করুনারত্নে ২৮ ও অপর ওপেনার ওশাদা ফার্নান্দো ০ রানে ব্যাট করছেন।

এসএইচ-০৬/১১/১৯ (স্পোর্টস ডেস্ক)