আইপিএলে একই দলে ধোনি-কোহলি

সৌরভে সবই সম্ভব! আইপিএল-এর এক যুগে যা কথনও হয়নি, তা এবার হতে চলেছে৷ আইপিএল-এর একই দলে এবার খেলতে দেখা যেতে পারে ধোনি ও কোহলিকে৷ তবে আইপিএলের মূল টুর্নামেন্টে নয়৷ আইপিএল অল-স্টার একাদশে সতীর্থ হিসেবে ফের খেলতে দেখা যেতে পারে টিম ইন্ডিয়ার এই স্টার ক্রিকেটারকে৷

আইপিএল-এর ত্রয়োদশ সংস্করণ শুরু হচ্ছে মার্চের শেষ দিকে৷ কিন্তু বল গড়ানোর আগে বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটারদের নিয়ে দু’টো দলে ভাগ করে অল-স্টার ম্যাচ খেলানোর কথা ভেবেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়৷ যে ম্যাচটি হবে চ্যারিটির জন্য৷ যদিও বোর্ডের অ্যাপেক্স কমিটি এই ম্যাচে সিলমোহর দেয়নি৷ তবে ম্যাচটি হওয়ার কথা ছিল বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম৷ আমদাবাদে এক লক্ষ ১০ হাজার দর্শকাসন বিশ্টিষ্ট মোতেরা স্টেডিয়াম আইপিএলের আগে প্রস্তুত হবে না বলে জানান বিসিসিআই প্রেসিডেন্ট৷

আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর সৌরভ জানন, ‘অল-স্টার ম্যাচ হলে তা হবে আইপিএলের উদ্বোধনী ম্যাচের অন্তত তিনদিন আগে৷ অতবে এই ম্যাচ আমেদাবাদে হবে না৷ কারণ সেখানে স্টেডিয়াম গড়ার কাজ এখনও সম্পূর্ণ নয়৷ পাশাপাশি ম্যাচ থেকে সংগৃহীত অর্থ কোথায় দান করা হবে, সেই বিষয়েও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

অল-স্টার ক্রিকেট ম্যাচের ভাবনা বোর্ড প্রেসিডেন্টের৷ আইপিএল গর্ভনিং কাউন্সিলের বৈঠকে আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলের সঙ্গে একান্ত আলোচনার পরে এই ম্যাচের কথা তোলেন সৌরভ৷ তবে অল-স্টার ম্যাচ হলে, সেই ম্যাচে ধোনি-কোহলি জুটি বাঁধতে পারেন৷ জানা গিয়েছে, আইপিএল দলগুলির তারকা ক্রিকেটারেদর নিয়ে দু’টি দল গড়া হবে৷ সম্ভবত ২৯ মার্চ হতে পারে এই ম্যাচ৷

উত্তর ও পূর্ব ভারতের ফ্র্যাঞ্চাইজিগুলি থেকে ক্রিকেটাররা থাকবে এক দলে৷ আর অন্য দলটি গড়া হবে দক্ষিণ ও পশ্চিম ভারতের আইপিএল ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের নিয়ে। সুতরাং কেকেআর, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস ও কিংস ইলেভেন পঞ্জাবের ক্রিকেটাররা একই দলে খেলবেন৷ আর মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার খেলবেন দ্বিতীয় দলে৷ সুতরাং প্রথমবার আইপিএলে একই দলে খেলতে দেখা যেতে পারে ধোনি-কোহলি-রোহিতদের৷

এসএইচ-০৩/২৯/২০ (স্পোর্টস ডেস্ক)