পাকিস্তানে দিবারাত্রির টেস্ট খেলতে চায় না বাংলাদেশ

TOPSHOT - Bangladesh's Saif Hassan is bowled out by Pakistan's bowler Naseem Shah unseen during the third day of the first cricket Test match between Pakistan and Bangladesh at the Rawalpindi Cricket Stadium in Rawalpindi on February 9, 2020. (Photo by AAMIR QURESHI / AFP)

পাকিস্তানে দিবারাত্রির টেস্ট খেলতে অনিচ্ছুক টাইগাররা। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এমনটাই জানিয়েছে।

এ ব্যাপারে বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ এখন পাকিস্তানে দিবারাত্রির টেস্ট খেলতে অনিচ্ছুক। তিনি আরও জানিয়েছেন, ম্যানেজমেন্ট এখন এই চ্যালেঞ্চ নিতে সামান্যটুকুও প্রস্তুত নয়।

বিসিবি প্রধান নির্বাহী বলেন, ‘আমরা আমাদের দলের ব্যবস্থাপনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি এবং প্রস্তুতির অভাবে এই মুহূর্তে দিবারাত্রির টেস্ট খেলতে প্রস্তুত নই।

বিসিবি তাদের বিষয়টাও বুঝে এবং সবকিছু বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি পাকিস্তানে দিবারাত্রির টেস্ট না খেলার।’

উল্লেখ্য, সিরিজের দ্বিতীয় টেস্টটি ফ্লাডলাইটের আলোতে গোলাপি বলে খেলার জন্য বিসিবিকে প্রস্তাব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ৫ এপ্রিল করাচিতে সিরিজের দ্বিতীয় বা শেষ টেস্ট খেলবে বাংলাদেশ। তবে তা দিবারাত্রির টেস্ট হবে না।

এসএইচ-০৩/১২/২০ (স্পোর্টস ডেস্ক)