পেলের মূর্তি উন্মোচন

ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলের মূর্তি নানা স্থানেই আছে। এবার তার মূর্তি স্থান পেয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের কার্যালয়ে।

সিলেকাওরা বেশ বড় আকারে তৃতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের ৫০ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে।

এরই অংশ হিসেবে পেলের মূর্তি স্থাপন করা হলো কনফেডারেশনের কার্যালয়ে।

গত বৃহস্পতিবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মূর্তি উন্মোচন করা হয়। অবশ্য নিজের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে থাকতে পারেননি পেলে।

কিছুদিন আগে তার ছেলে এদিনিয়ো সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, ঠিকমতো চলাফেরা করতে না পারায় বাড়ি থেকে বের হয়ে জনসম্মুখে আসতে রাজি নন ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনবার বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

এসএইচ-১০/২২/২০ (স্পোর্টস ডেস্ক)