এশিয়া কাপে দেখা যাবে ভারত-পাকিস্তান দ্বৈরথ

আবারও ক্রিকেটে ভারত ও পাকিস্তান দ্বৈরথ দেখা যাবে। এশিয়া কাপে খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। শুক্রবার এমনটাই জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

এবারের এশিয়া কাপ খেলা হবে দুবাইয়ে। ভারত ও পাকিস্তান দুই দেশই খেলবে। ৩ মার্চ দুবাইয়ে বসছে এশিয়া ক্রিকেট কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন সৌরভ তার আগে এ দিন ইডেনে সাংবাদিকের এ কথা জানান বিসিসিআই প্রেসিডেন্ট।

যদিও বিসিসিআই আগেই জানিয়েছিল, নিরপেক্ষ ভেন্যুতে খেলা হলে পাকিস্তানের সঙ্গে এই টুর্নামেন্ট খেলতে কোনও অসুবিধা নেই ভারতের।

২০১২-১৩ মরশুম থেকে কোনও দ্বি-পাক্ষিক ক্রিকেট সিরিজ খেলেনি এই দুই প্রতিবেশী দেশ।

শেষবার সীমিত ওভারের সিরিজ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান। তবে তার পর থেকে আইসিসি টুর্নামেন্টে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছে ভারত।

এসএইচ-১৮/২৯/২০ (স্পোর্টস ডেস্ক)