রেফারির সঙ্গে বাজে আচরণে জরিমানা ১০ লাখ টাকা!

ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিট। এভারটনের ডমিনিক কালভের্ট-লুইন ম্যানচেস্টার ইউনাইটেডের জালে বল জড়ান। আর তাতেই জয়ের আনন্দে উচ্ছ্বাস শুরু করে এভারটন শিবির।

তবে রেফারি ক্রিস কাভানাহ ভিএআরের সহায়তা চান। আর ভিএআর দেখে গোলটি অফসাইডের ঘোষণা দিয়ে বাতিল ঘোষণা করেন। ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে। প্রিমিয়ার লিগে রোববার ম্যানইউ-এভারটন ম্যাচে ঘটে এমন ঘটনা। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন এভারটনের কোচ কার্লো আনচেলত্তি। এমন ফলাফলে মোটেই সন্তুষ্ট থাকতে পারেননি ৬০ বছর বয়সী আনচেলত্তি। এজন্য খেলা শেষে রেফারিকে চার্জও করতে থাকেন এভারটনের এ কোচ।

রেফারির সঙ্গে বাজে আচরণের কারণে এবার চার্জ লাগলো কার্লো আনচেলত্তির উপর। ফুটবল অ্যাসোশিয়েসন (এফএ) আনচেলত্তির উপর চার্জ আনলেও তাকে ম্যাচ থেকে নিষিদ্ধ করেনি। তবে আর্থিক জরিমানার শাস্তি ঘোষণা করেছে। এফএ আনচেলত্তির উপর চার্জ এনে বলেছে, ‘তিনি যদি বৃহস্পতিবারের আগে উনার উপর আরোপিত চার্জ মেনে নেন। তাহলে উনাকে ৮০০০ ইউরো (বাংলাদেশি টাকায় যা সাড়ে সাত লাখ টাকা) জরিমানা গুণতে হবে।’

এদিকে আনচেলত্তি বিষয়টি সহজভাবে নিতে পারেননি। তিনি বলেন, ‘আমি রেফারিকে অপমানজনক কিছু বলেনি। আমি কেবল উনার কাছে শান্তভাবে কিছু উত্তর জানতে চেয়েছি। আমি আমার উপর আনা চার্জের বিপক্ষে আপিল করতে চাই।’

এফএ আনচেলত্তির জন্য আপিলের সুযোগ রেখেছে। তবে এও বলে দিয়েছে, ‘আনচেলত্তি চাইলে চার্জের বিপক্ষে আপিল করতে পারবে। তবে যদি তিনি নিজেকে সঠিক প্রমাণ করতে না পারেন। তবে তার জরিমানার অঙ্ক বেড়ে দাঁড়াবে ১২ হাজার ইউরো (বাংলাদেশি টাকায় যা ১১ লাখ টাকার চেয়েও বেশি)।’

এসএইচ-২৪/০৩/২০ (স্পোর্টস ডেস্ক)