আইসোলেশনে ইংল্যান্ড ক্রিকেটার !

মহামারি আকার নেওয়া করোনা ভাইরাস কোন ভাবেই থামছেনা। একের পর এক মানুষকে গ্রাস করে নিচ্ছে। বাড়ছে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা সাথে মৃত্যুর সংখ্যাও। আক্রান্ত রোগীদের মধ্যে খেলোয়ার, অভিনেতা সহ রাজনৈতিক ব্যাক্তিবর্গও আছে। এবার আক্রান্ত হলেন এবার এক ক্রিকেটার৷

সদ্য পাকিস্তান সুপার লিগ খেলে দেশে ফেরা ইংল্যান্ড ব্যাটসম্যান অ্যালেক্স হ্যালস করোনা আক্রান্ত সন্দেহে নিজেই আইসোলেশনে চলে গেলেন৷ তবে এখনও পরীক্ষা হয়নি ইংরেজ ওপেনারের৷

মঙ্গলবার সকালেই ক্রিকেটারের করোনা ভাইরাস সন্দেহে পিসিএল-এর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড৷

পিসিবি চিফ একজিকিউটিভ ওয়াসিম খান জানান, ‘আমরা সেই ক্রিকেটারের নাম প্রকাশে নামতে চাই না৷’ কিন্তু ধারাভাষ্যকার তথা প্রাক্তন পাক ব্যাটসম্যান রামিজ রাজা সাংবাদিকদের বলেন, অ্যালেক্স হ্যালসে উপসর্গ দেখা গিয়েছে৷

ইংল্যান্ড ক্রিকেটার অবশ্য বলেন, ‘ধারণা ও গুজব ক্রিকেটবিশ্বে সোশাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ কিন্তু আমার মতো অনেক বিদেশি ক্রিকেটারই বিশ্বজুড়ে মহামারির আকার নিয়েছে COVID-19৷ এ কথা ভেবেই বিদেশে আইসোলেশনে থাকার থেকে ঘরে আইসোলেসনে থাকা অনেক ভালো৷ তাই আমি দেশে ফেরার সিদ্ধান্ত নিই৷’

একইসঙ্গে পিএসএল চলাকালীন তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন বলেও দাবি করেন হ্যালস৷ তাঁর শরীরে করোনা ভাইরাসের কোনও উপসর্গ দেখা যায়নি বলেও জানান তিনি৷

প্রাক্তন এই ইংল্যান্ড ওপেনার বলেন, ‘আমি শনিবার সকালে সম্পূর্ণ সুস্থভাবে দেশে ফিরি৷ রবিবার সকাল থেকে জ্বর অনুভব করি৷ সরকারের ঘোষণা মত আমি নিজে আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিই৷’

এসএইচ-১৩/১৯/২০ (স্পোর্টস ডেস্ক)