বিনামূল্যে দুঃস্থদের খাওয়াচ্ছেন পাকিস্তানি আম্পায়ার

করোনার মধ্যে লকডাউন দেশ। তাতে অনেক নিম্নআয়ের মানুষ পড়েছে বেকায়দায়। বিশেষ করে দুই বেলা পেট ভরে খাওয়া তাদের জন্য এখন বেশ কষ্টসাধ্য।

তবে ওই সব মানুষদের কষ্টটা কমাতে দারুণ উদ্যোগ নিয়েছেন পাকিস্তানি আম্পায়ার আলিম দার। লকডাউনেও কর্মহীন মানুষদের নিজের রেস্তোরাঁয় বিনামূল্যে খাওয়াচ্ছেন তিনি।

আলিম দার ছাড়াও পাকিস্তানের আরেক ক্রিকেট তারকা শহিদ আফ্রিদি এমন দুঃসময়ে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন। আফ্রিদি ফাউন্ডেশনের মাধ্যমে সচেতনতা কর্মসূচিও চলছে।

৫১ বছর বয়সী আলিম দার বলেছেন, এই সময় আমাদের সবার দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানো উচিত। লাহোরের পিয়া রোডে আমার রেস্তোরাঁ দারস ডেলাইটো থেকে গরীবদের বিনামূল্যে খাবার বিতরণ করা হচ্ছে।

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে প্রতিটি মানুষকে সরকারি নির্দেশ মানার আবেদন করে তিনি বলেছেন, ‘লকডাউন ছাড়া সরকারের কাছেও অন্য কোনও উপায় ছিল না এই পরিস্থিতির বিরুদ্ধে লড়াই চালানোর।

এসএইচ-১৬/২৭/২০ (স্পোর্টস ডেস্ক)