ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন পগবা

করোনা পজিটিভ হবার পর ১৪ দিনের আইসোলেশনে সময় কাটছে পল পগবার। এর ফলে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক-মৌসুম প্রস্তুতিতে থাকতে পারবেন না এই ফরাসি মিডফিল্ডার। তবে তাতে আফসোস নেই তার। আইসোলেশনে বেশ ভালোই সময় কাটাচ্ছেন তিনি। সময় কাটছে ছেলেকে সঙ্গে নিয়েই।

প্রিমিয়ার লিগ শেষে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন পগবা। প্রাক-মৌসুম প্রস্তুতি শুরুর আগে ইউনাইটেড সব খেলোয়াড়, কোচিং দল ও অন্যান্য স্টাফদের করোনা পরীক্ষা করানো হয়েছে। এরপরই পজিটিভ ফল আসে পগবার।

করোনা ধরা পড়ার পর ইউনাইটেডের এক মুখপাত্র জানান, ‘টেস্টে পজিটিভ আসার পর পলকে ফ্রান্সের নেশন্স কাপের দল থেকেও বাদ দেয়া হয়েছে। ইউনাইটেডে সবাই চাইছে নতুন মৌসুম শুরুর আগে দ্রুতই সেরে উঠবে পগবা।’

করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে যাওয়ার পর পগবাকে বাড়ির বাগানে ছেলেকে নিয়ে খেলতে দেখা গেছে। ছেলেকে কোলে নিয়ে শুয়ে আছেন, আদর করছেন—এমন একটি ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন পগবা।

এদিকে, করোনা আক্রান্ত হয়েছেন ইউনাইটেডের আরেক খেলোয়াড় অ্যারন ওয়ান-বিসাকা। তিনিও ১৪ দিনের আইসোলেশনে রয়েছেন।

সব মিলিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগে বেশ দুশ্চিন্তায় পড়েছে ইউনাইটেড। এবারের প্রিমিয়ার লিগের মৌসুম শুরু হবে ১২ সেপ্টেম্বর। ইউনাইটেড মাঠে নামবে ১৯ সেপ্টেম্বর, যেখানে তাদের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস।

এসএইচ-০৯/০৪/২০ (স্পোর্টস ডেস্ক)