আবারও সেঞ্চুরিবঞ্চিত তামিম

নার্ভাস নাইনটিনে ঘুরপাক খাচ্ছেন ওপেনার তামিম ইকবাল। এই জাল থেকে যেন তার মুক্তি মিলছে না। লঙ্কানদের বিপক্ষে সিরিজে দ্বিতীয়বারের মতো সেঞ্চুরির কাছে গিয়েও হতাশ হয়ে ফিরতে হলো তাকে। আবারও বঞ্চিত হলেন সেঞ্চুরি থেকে।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে এবার ফিরলেন ৯২ রান করে। এই সফরে আগের টেস্টে দুই ইনিংসে তার স্কোর ছিল ৯০ ও অপরাজিত ৭৪।

শ্রীলঙ্কার করা ৪৯৩ রানের জবাবে শুরু থেকেই সাবলীল ব্যাটিং করছিলেন তামিম। তার ব্যাটে ভর করেই এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু শ্রীলঙ্কার অভিষিক্ত বাঁহাতি ওপেনার প্রবীন জয়াবিক্রমের বলে আউট হন তামিম। ১৫০ বলে ৯২ রান করার পথে দু’বার জীবন পেয়েছিলেন তামিম।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৪ ওভারে বাংলাদেশ দলের সংগ্রহ ৪ উইকেটে ২১৪ রান। দিনের শুরুতে ভালো খেলতে থাকা সাইফ ফিরে যান ব্যক্তিগত ২৫ রানে। পরের ওভারে একই পথ ধরেন নাজমুল হোসেন শান্ত। রানের খাতা খোলার আগেই লাঞ্চবিরতির ঠিক আগেই সাজঘরে ফেরেন শান্ত। মেন্ডিসের বলে থিরিমান্নেকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।

এর আগে ৭ উইকেটে ৪৯৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

এসএইচ-২৪/০১/২১ (স্পোর্টস ডেস্ক)