জিম্বাবুয়েতে খেলাধুলা বন্ধ, শঙ্কায় বাংলাদেশের সফর

করোনাভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় সব ধরনের ক্রীড়া কার্যক্রম বন্ধে সরকারের নতুন নির্দেশনায় জিম্বাবুয়ের ক্রীড়াখাত আরেকটি ধাক্কা খেলো। দেশটিতে সামনে স্থানীয় ও আন্তর্জাতিক নানা ইভেন্ট হওয়ার কথা।

ভাইস প্রেসিডেন্ট কনস্ট্যান্টিনো চিভেঙ্গা শনিবার ঘোষণা দেন, করোনার নতুন ঢেউয়ে সব ধরনের জনসমাগম ও ক্রীড়া কার্যক্রম নিষিদ্ধ করা হলো।

ক্রীড়া কমিশন রোববার এক বিবৃতিতে নিশ্চিত করেছে, সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের খেলাধুলা বন্ধ হয়ে যাচ্ছে।

এই নিষেধাজ্ঞার কারণে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার এ দলের মধ্যকার দ্বিতীয় চার দিনের ক্রিকেট আর হচ্ছে না। এছাড়া আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ আয়োজনের কথা ছিল তাদের।

২০১৯ সালের মার্চের পর প্রথমবার মাঠে ফেরা ঘরোয়া ফুটবল চিবুকু সুপার কাপেও এই নিষেধাজ্ঞার প্রভাব পড়ছে।

এসএইচ-২২/১৪/২১ (স্পোর্টস ডেস্ক)