কোয়ার্টার ফাইনালে চিলির মুখোমুখি চ্যাম্পিয়ন ব্রাজিল

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে চিলির মুখোমুখি হবে আসরের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। বড় ম্যাচের আগে সুসংবাদ পেয়েছে চিলি। ইনজুরি কাটিয়ে স্কোয়াডে যোগ দিয়েছেন অ্যালেক্সিস সানচেজ। তবে নিজেদের সামর্থ্যে আত্মবিশ্বাসী স্বাগতিকরা। প্রতিপক্ষকে হালকাভাবে না দেখলেও ব্রাজিলের প্রত্যয় সেমির টিকিট কাটা। রিও ডি জেনেইরোর অলিম্পিক স্টেডিয়ামে দু’দলের ম্যাচটি শুরু হবে শনিবার (০২ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায়।

শেষ তিন আসরের দুই চ্যাম্পিয়ন ব্রাজিল-চিলির দ্বৈরথ। শেষ আটের গণ্ডি থেকেই বিদায় নিতে হবে একদলকে। বড় ম্যাচের উত্তাপটা টের পাওয়া যাচ্ছে ভালোভাবেই।

দুর্দান্তভাবে আসর শুরু করা ব্রাজিল গ্রুপ পর্বের শেষ ম্যাচ ড্র করেছে। আগেই কোয়ার্টার নিশ্চিত হওয়ার সুযোগ কাজে লাগান কোচ তিতে। ইকুয়েডরের বিপক্ষ গ্রুপের শেষ ম্যাচে নেইমারসহ বিশ্রাম দেন নিয়মিত অনেককেই। তাই চিলির বিপক্ষে সবাইকেই সতেজ পাবেন স্বাগতিক কোচ।

দুই গোল ও সমান সংখ্যক অ্যাসিস্টে ছন্দে আছেন নেইমার। বারবোসা-রিচার্লিসন-ফিরমিনোরাও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। রক্ষণেও জমাট ব্রাজিলের জালে বল গেছে মোটে দুবার।
দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও আত্মতুষ্টিতে ভুগতে চান না ব্রাজিল শিবির।

ব্রাজিল ফুটবল দলের কোচ তিতে বলেন, এ মুহূর্তে আমি শুধু আমাদের দল নিয়েই ভাবছি। সব বিভাগে ভালো করে ম্যাচটা জিততে চাই। চিলি টানা দুবার কোপা আমেরিকা জিতেছে। তাদের খাটো করে দেখার কোনো সুযোগ নেই।

ব্রাজিল ফুটবল দলের ফুটবলার থিয়াগো সিলভা বলেন, চিলি খুবই ভালো দল। সে কারণেই তারা পরপর দুবার কোপা আমেরিকা জিতেছে। এমন বড় ম্যাচের উত্তাপ তারা বোঝে এবং কীভাবে খেলতে হবে সেটাও তারা জানে। ব্রাজিলের বিপক্ষে সবাই জিততে চায়। অ্যালেক্সিস সানচেজ যদি খেলতে পারে তবে আমাদের জন্যও সেটা উপভোগ্য হবে।

এ গ্রুপে মাত্র এক জয় নিয়ে চতুর্থ দল হিসেবে কোয়ার্টারে এসেছে চিলি। আর্জেন্টিনার মতো ফর্মের তুঙ্গে থাকা দলকে রুখে দিয়ে শুরু হয় আসর। বিগ ম্যাচের আগে সবচেয়ে বড় সুসংবাদটাই পেয়েছে চিলি। টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে চোটের জন্য ছিটকে যান দলের বড় তারকা, ২০১৬ আসরের সেরা খেলোয়াড় অ্যালেক্সিস সানচেজ। চোট কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন এই ফরোয়ার্ড।

সানচেজের অবর্তমানে দায়িত্ব তুলে নিয়েছিলেন এডুয়ার্ডো ভার্গাস। ভিদাল-আরানগুইজরাও দায়িত্ব নিতে প্রস্তুত।

কোপা আমেরিকায় দু’দলের সবশেষ সাক্ষাৎ ২০০৭ আসরে। গ্রুপ পর্বের ম্যাচে ৩-০ ব্যবধানে জয় পাওয়া ব্রাজিল একই আসরের কোয়ার্টার ফাইনালে চিলিকে দিয়েছিল ৬-১ গোলের লজ্জা। এবার ব্রাজিলের সামনে কতটা প্রতিরোধ গড়তে পারে চিলি তাই দেখা অপেক্ষা।

এসএইচ-০২/০২/২১ (স্পোর্টস ডেস্ক)