গুঞ্জনই সত্যি হলো। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন দেশটির সাবেক অধিনায়ক রমিজ রাজা।
বুধবার শেষ হয় পিসিবি চেয়ারম্যান হিসেবে এহসান মানির মেয়াদ। বিভিন্ন সংবাদ সংস্থার সূত্রে জানা গিয়েছিল, মানির তিন বছরের পারফরম্যান্সে বোর্ড একেবারেই খুশি নয়। সে কারণে তার মেয়াদ বৃদ্ধির আর কোনো চিন্তাভাবনাই করা হচ্ছিল না।
ইমরান খানের তরফ থেকে দুটি নাম পিসিবির গভর্নিং বডির কাছে প্রস্তাব করা হয়। যাদের মধ্যে একজনকে সদস্যরা নির্বাচনের মধ্যে দিয়ে পিসিবির চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্যাট্রন ইন চিফ পদেও রয়েছেন।
তখন থেকেই আলোচনায় আসেন ৫৯ বছর বয়সী রমিজ রাজা। গেল সোমবার দেশটির প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন এহসান মানি ও রমিজ রাজা। এরপরই গণমাধ্যমে রমিজ ইঙ্গিত দেন, ইমরান খানের সঙ্গে তার আলোচনা ফলপ্রসূ হয়েছে।
অবশেষে ইমরান নিজের সাবেক সতীর্থের হাতেই তুলে দিলেন দেশের ক্রিকেটের দায়িত্ব। ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে বিশ্বকাপ জয় করে পাকিস্তান। সেই দলের সদস্য ছিলেন রমিজ রাজা।
পাকিস্তানের সাবেক অনেক ক্রিকেটারই প্রধানমন্ত্রী ইমরান খানকে একজন ক্রিকেটারকে পিসিবি চেয়ারম্যান হিসেবে নিয়োগের পরামর্শ দিয়েছিলেন। গত এক দশকে এ নিয়ে নবমবারের মতো পরিবর্তন আসলো পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি পদে।
২০১৮ সালের আগস্ট মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নিয়েছিলেন মানি। এর আগে ২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।
১৯৮৪ সালে পাকিস্তান জাতীয় দলে অভিষেক হয় রমিজ রাজার। এরপর এক যুগেরও বেশী সময় জাতীয় দলে প্রতিনিধিত্ব করে ১৯৯৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান। ৫৭ টেস্টে ২ সেঞ্চুরিতে ২৮৩৩ রান করেছেন রমিজ রাজা। এছাড়া ওয়ানডে ক্রিকেটে ১৯৮ ম্যাচে তার রান আছে ৫৮৪১।
ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবে খ্যাতি পান রমিজ রাজা। সবশেষ ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ইজাজ বাট সাবেক কোনো ক্রিকেটার হিসেবে ছিলেন পিসিবি সভাপতির দায়িত্বে। তার মেয়াদেই টি-২০ বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান ক্রিকেট দল। এবার আরেক সাবেক ক্রিকেটারের হাতে দায়িত্ব তুলে দেয়া হলো। রমিজের অধীনে পাকিস্তান দল সফল হয় কি না, তাই এখন দেখার।
এসএইচ-১০/২৬/২১ (স্পোর্টস ডেস্ক)