জটিল সমীকরণের ম্যাচে টাইগারদের কাঁদাতে চায় পাপুয়া নিউগিনি

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের খেলা শেষের পথে। প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাপুয়া নিউগিনি। বৃহস্পতিবার ‌’বি‌’ গ্রুপের প্রথম রাউন্ডের শেষ দিনের ম্যাচে বাংলাদেশ সময় বিকেল ৪টায় মাঠে নামবে দু‌’দল। অন্য ম্যাচে মাঠে নামবে একই গ্রুপের ওমান এবং স্কটল্যান্ড। এই গ্রুপ থেকে এখনো নিশ্চিত হয়নি কোন দুই দল যাচ্ছে সুপার টুয়েলভে। তাই নানা হিসাব আর সমীকরণ নিয়ে মাঠে নামবে দলগুলো।

প্রথম দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে স্কটল্যান্ড, দুই হার নিয়ে সবার নিচে অবস্থান পাপুয়া নিউগিনির। একটি করে ম্যাচ জিতেছে ওমান ও বাংলাদেশ। নেট রান রেটে এগিয়ে থাকায় দুই নম্বরে ওমান আর তিনে আছে বাংলাদেশ।

শেষ দিনের খেলার ফলাফলের ওপর নির্ভর করছে সুপার টুয়েলভে যাবে কোন দুই দল। তবে কাগজে কলমে সবার নিচে থাকা পাপুয়া নিউগিনিরও সম্ভাবনা আছে সুপার টুয়েলভে যাওয়ার। যদি শেষ ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে পারে তারা তবে সেক্ষেত্রে তাদের অপেক্ষা করতে হবে ওমানের বড় পরাজয়ের জন্য।

সমীকরণের দ্বিতীয় শর্তটি পাপুয়া নিউগিনির কাছে ভাগ্যের মতো ব্যাপার। নিজেদের নিয়ন্ত্রণে নেই। তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তাদের সুযোগ আছে ভালো খেলে বাংলাদেশকে হারানোর। আর সেটাই করতে বদ্ধপরিকর পাপুয়া নিউগিনির তারকা ব্যাটার চার্লস আমিনি। স্কটল্যান্ড যেমন বাংলাদেশকে হারিয়েছে আলোচনার জন্ম দিয়েছে ঠিক তেমনি টাইগারদের কাঁদাতে চান আমিনি।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আমিনি বলেছেন, ‌’এটা আমাদের জন্য বড় সুযোগ। বাংলাদেশের বিপক্ষে এটা আমাদের প্রথম দলগত পরীক্ষা। তারা প্রথম ম্যাচ হেরেছে, তবে দল হিসেবে এখনো তারা অনেক ভালো দল।‌’

তিনি আরও বলেন,‌ ‘আমরা নিজেদের চেষ্টায় গর্বিত। যদিও প্রথম দুই ম্যাচ হেরেছি। তবে আমরা আশাবাদী, আমাদের সুযোগ আছে। প্রথম ম্যাচে স্কটল্যান্ড একটা অঘটন ঘটিয়েছে। আমরাও একই ঘটনা ঘটাতে পারব বলে মনে করি।‌’

সুপার টুয়েলভ নিয়ে তিনি আরও জানান, ‌’আমরা বাংলাদেশের বিপক্ষে জিততে চাই এটাই প্রথম লক্ষ্য। বিশ্বকাপে একটি ম্যাচ জিততে পারলেও সেটি ইতিহাস হবে আমাদের জন্য। আর তার জন্য যথাসাধ্য চেষ্টা করব।‌’

এসএইচ-০৩/২১/২১ (স্পোর্টস ডেস্ক)