রাতে মুখোমুখি হবে চেলসি-মালমো

দুই সপ্তাহ বিরতির পর আবারও মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। মঙ্গলবার রাত পৌনে ১২টায় মালমোর বিপক্ষে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি।একই সময় আরেক ম্যাচে উলভসবার্গের মুখোমুখি হবে সালসবুর্গ।

২১ অক্টোবর স্ট্যামফোর্ড ব্রিজের এ রাতটার কথা স্মৃতির অতল গহবরে হারিয়ে ফেলতে চাইবে মালমো। সুইডেনের ঘরোয়া লিগের চ্যাম্পিয়নদের ৪-০ গোলে উড়িয়ে দেয় চেলসি। ১১১ বছরের পুরোনো ক্লাব মালমো। নিজেদের গ্রহে রাজা হলেও চ্যাম্পিয়ন্স লিগে ঠিক মেলে ধরতে পারছে না নিজেদের। মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারো ব্লুদের সঙ্গে দেখা হচ্ছে। তবে নিজ মাঠে। মালমোর প্রতিশোধ নাকি চেলসির জয়ের স্রোত। উত্তর মিলবে ম্যাচের শেষে।

এদিকে মৌসুমটা দারুণ কাটছে চেলসির। ইংলিশ প্রিমিয়ারা লিগে দশ ম্যাচ খেলে এখন পর্যন্ত আটটিতে জিতেছে টুখেলের দল। হার মাত্র একবার। ড্র হয়েছে একটি ম্যাচ। ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্লু। সমান ম্যাচে তিন পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে লিভারপুল। ইপিএলের মতো চ্যাম্পিয়ন্স লিগেও জয়ের সে ধারা অব্যাহত রাখতে চায় চেলসি। ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এইচ গ্রুপে চেলসি খেলেছে এখন পর্যন্ত তিন ম্যাচ। দুই জয়ে ৬ পয়েন্ট তাদের। তিন জয়ে শীর্ষে আছে য়্যুভেন্তাস। তাই মালমোমকে হারিয়ে শীর্ষে ওঠার লক্ষ্য তাদের।

সুইডেনে মালমোর বিপক্ষে ম্যাচের আগে ইনজুরি নিয়ে বেশ চিন্তায় আছেন টুখেল। এ ম্যাচে দলের বেশ কজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাবেন না তিনি। তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু, জার্মান ফরোয়ার্ড টিমো ভের্নার, ম্যাতেও কোভাচিচ এ ম্যাচে খেলতে পারবেন না। অনিশ্চয়তা আছে পুলিসিচ ও ম্যাসন মাউন্টের খেলা নিয়ে। টুখেলের সম্ভাব্য ফরমেশন ৩-৫-২।

আরেক ম্যাচে, ভক্সওয়াগন অ্যারেনায় সালসবুর্গের মুখোমুখি হবে উলভসবার্গ। জি গ্রুপে ৭ পয়েন্ট নিয়ে বেশ ভালই এগুচ্ছে অস্ট্রিয়ান ক্লাবটি। সে তুলনায় জার্মান ক্লাব উলভসবার্গের অবস্থান সবার নিচে। সম্বল মাত্র ২ পয়েন্ট।

এসএইচ-০৭/০২/২১ (স্পোর্টস ডেস্ক)