বল লাগল মাথায়, হাসপাতালে উইন্ডিজ ক্রিকেটার

গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। আর উইন্ডিজদের হয়ে এ ম্যাচে অভিষেক হয় ব্যাটার জেরেমি সোলোজানোর।

তবে অভিষেক ম্যাচ খেলতে নেমেই মাঠ থেকে সোজা হাসপাতালে ঠাঁই হলো ক্যারিবীয় এই ক্রিকেটারের।

রোববার গলের বাইশ গজে ফিরে এসেছে ফিল হিউজের সেই দগদগে স্মৃতি। ঘটনাটি ঘটে দিনের প্রথম ইনিংসের ২৪তম ওভারে।

শর্ট লেগে ফিল্ডিং করছিলেন জেরেমি সোলোজানো। ব্যাটিংয়ে ছিলেন দিমুথ করুনারত্নে। রোস্টন চেজের করা বল ঘুরিয়ে মারতে গিয়ে আঘাত হানে সোলোজানোর হেলমেটে।

রকেট গতিতে যাওয়া বলে মাথায় আঘাত পেয়ে সঙ্গে সঙ্গেই লুটিয়ে পড়েন মাঠে। পরবর্তীতে ক্যারিবীয় দলের মেডিক্যাল টিম এসে প্রাথমিক চিকিৎসা করান। তবে অবস্থা বেগতিক দেখে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যায় তাকে।

পরে অ্যাম্বুলেন্সে করে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সোলোজানোকে। সেখানে স্ক্যানসহ আরও পরীক্ষা নিরীক্ষা করা হবে।

তবে ওয়েস্ট ইন্ডিজ দলের তরফে জানা গেছে স্বস্তির খবর। আর তা হচ্ছে, আঘাত পেলেও জ্ঞান রয়েছে ২২ বছর বয়সী অভিষিক্ত এই ক্রিকেটারের।

এদিকে, প্রথম তথা গল টেস্টে সফরকারী দলের বিপক্ষে চালকের আসনে লঙ্কানরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৮ ওভার শেষে ৩ ‍উইকেট হারিয়ে দলের সংগ্রহ ১৮১ রান। এ মুহূর্তে ক্রিজে রয়েছেন সেঞ্চুরি করা দিমুথ করুণারত্নে এবং ধনঞ্জয়া ডি সিলভা। এর আগে পাথুম নিশাঙ্কা ৫৬ রানের অনবদ্য এক ইনিংস খেলেন।

এসএইচ-০৮/২১/২১ (স্পোর্টস ডেস্ক)