পেলের ৭৫৭ গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি

লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। ক্রিস্টিয়ানো রোনালদোই যার আদর্শ ছিলেন সেই এমবাপ্পেই আসমানে তুললেন আর্জেন্টাইন ফুটবলারকে। ফরাসি তারকা বললেন, মেসিই তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ খেলোয়াড়।

চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুগকে ৪-১ গোলে হারিয়ে এমবাপ্পে এ কথা জানান। সংবাদমাধ্যমকে তিনি বলেন, মেসির সঙ্গে খেলা খুব সহজ। সে পৃথিবীর শ্রেষ্ঠ খেলোয়াড়। কিছু দিন আগেই সে ব্যালন ডি’অর জিতেছে। ক্লাব ব্রুগের বিপক্ষে আমার পাশাপাশি ও জোড়া গোল করেছে। সে খুব খুশি, আশা করি এভাবে আমাদের আরও সহায়তা করবে ও।

একই ক্লাবে খেলে মেসির অনেক প্রশংসা করলেও শৈশবে এমবাপ্পে ছিলেন রোনালদো ভক্ত। তার কক্ষের প্রায় সবখানেই ছড়িয়ে-ছিটিয়ে ছিল রোনালদোর ছবি। শৈশবে পর্তুগিজ তারকার সঙ্গে দেখাও করেছেন ফরাসি ফরোয়ার্ড, দুজনের ছবিও এখনো ভেসে বেড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের কারিশমায় চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার ক্লাব ব্রুগকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। দলের বিশাল জয়ে জোড়া গোল করেছেন মেসি ও এমবাপ্পে। ক্লাব ব্রুগের গোলটি ম্যাটস রিটসের। পার্ক দেস প্রিন্সেসে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল পান এমবাপ্পে। পাঁচ মিনিট পর দ্বিতীয়বার ব্রুগের জাল কাঁপান ফরাসি স্ট্রাইকার, তাতে ম্যাচ ১০ মিনিট গড়ানোর আগেই পিএসজির লিড ২-০ গোলের। ম্যাচের বাকিটা সময়ও আধিপত্য বজায় রেখেছিল ফ্রান্সের ক্লাবটি।

৩৮তম মিনিটে ম্যাচের স্কোর লাইন দাঁড়ায় ৩-০, এবার পিএসজির হয়ে গোলের দেখা পান দলটির আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। মেসির গোলে সহায়তা করেন কিলিয়ান এমবাপ্পে। এ গোলের মাধ্যমেই পেলের ৭৫৭ গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। ক্লাব ও জাতীয় দলের হয়ে পেলের অফিসিয়াল গোল ৭৫৭টি।

৩-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। বিরতির পর ৬৮তম মিনিটে ব্রুগের হয়ে ব্যবধান কমান রিটস। ম্যাচের একেবারে শেষের দিকে, ৭৬তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান মেসি। পেনাল্টির মাধ্যমে ব্রুগের জালভেদ করেন তিনি। এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে ৩৮টি ক্লাবের বিপক্ষে জালের দেখা পেলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। এই গোলের মাধ্যমে তিনি ছাড়িয়ে যান পেলের ৭৫৭ গোলের রেকর্ডও। মেসির অফিসিয়াল গোলসংখ্যা এখন ৭৫৮।

এ জয়ের ফলে ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পা রাখল ফরাসি জায়ান্টরা, টেবিলে তাদের অবস্থান দুইয়ে। ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা ম্যানচেস্টার সিটি, যদিও এদিন আরবি লাইপিজিগের বিপক্ষে ২-১ গোলে হার বরণ করেছে ইংল্যান্ডের ক্লাবটি।

এসএইচ-২৮/০৮/২১ (স্পোর্টস ডেস্ক)