মুখোমুখি লড়াইয়ে নামছেন মেসি-রোনালদো

ফুটবলপ্রেমীদের কাছে বর্তমান সময়ের জনপ্রিয় দুই তারকার নাম ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। মাঠের লড়াইয়ে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে মুখিয়ে থাকেন ভক্ত-সমর্থকরা। অবশেষে তাদের সেই অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। আরেকবার মুখোমুখি হতে যাচ্ছেন দুই সেরা ফুটবলার।

সোমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো তথা দ্বিতীয় রাউন্ডের বহুল কাঙ্ক্ষিত ড্র অনুষ্ঠিত হয়েছে। আর এতেই জানা গেছে, রাউন্ড সিক্সটিনে মেসির পিএসজির মুখোমুখি হবে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। হাইভোল্টেজ এই ম্যাচটি নিয়ে এরই মধ্যে অপেক্ষায় প্রহর গোনা শুরু করে দিয়েছে ফুটবলবিশ্ব।

২০১২ সালের পর এই প্রথম নকআউট পর্বে দেখা হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। সেবার একক দক্ষতায় সাবেক ক্লাব বার্সেলোনাকে ফাইনালে তুলেছিলেন মেসি। যদিও দুজনেরই দল বদলে গেছে।

মেসি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছেন। অন্যদিকে রোনালদোও রিয়াল মাদ্রিদের পর য়্যুভেন্তাস ঘুরে শেষমেশ থিতু হয়েছে ইংলিশ ক্লাব ম্যান ইউনাইটেডে। আর এতেই দুজনকে ১০ বছর পর আবারও নকআউট পর্বে প্রতিপক্ষ হিসেবে দেখা যাচ্ছে।

বাংলাদেশ সময় সোমবার বিকেল পাঁচটায় সুইজারল্যান্ডের নিয়ন শহরে চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠিত হয়। আর এতে দেখা যায়, রাউন্ড সিক্সটিনে বেনফিকার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

ভিলারিয়ালের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে, অ্যাতলেটিকো মাদ্রিদ খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। এছাড়া সালাহর লিভারপুল মুখোমুখি হবে রেড বুল সালজবুর্গের। য়্যুভেন্তাস লড়বে স্পোর্টিং লিসবনের বিপক্ষে। আর বহুল প্রতীক্ষিত লড়াইয়ে নামবে পিএসজি আর ম্যানচেস্টার ইউনাইটেড।

জানা গেছে, চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ড্রয়ের ক্ষেত্রে মানা হয়েছে দুটি নিয়ম। এর মধ্যে প্রথম নিয়মটি ছিল- গ্রুপ পর্বে যারা রানার্স-আপ হবে তারা দ্বিতীয় রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে। তবে প্রথম রাউন্ডে একই গ্রুপে থাকা দলটির সঙ্গে খেলা পড়বে না। আরেক নিয়ম ছিল, একই লিগের দুটি দল দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবে না। যেমন লিগ ওয়ানের দল লিলে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হলেও তারা পিএসজির বিপক্ষে খেলবে না।

চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল যে আট দল -ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, য়্যুভেন্তাস, লিলে এবং আয়াক্স। এছাড়া রানার্স-আপ হয়- পিএসজি, অ্যাতলেটিকো মাদ্রিদ, স্পোর্টিং লিসবন, ইন্টার মিলান, বেনফিকা, ভিলারিয়াল, রেড বুল সালজবুর্গ এবং চেলসি।

এসএইচ-১৪/১৩/২১ (স্পোর্টস ডেস্ক)