করোনায় আক্রান্ত মেসি

পিএসজির আর্জেন্টাইন তারক লিওনেল মেসি করোনায় আক্রান্ত হয়েছেন। শুধু মেসিই নন, মেসিসহ আরও ৪ খেলোয়াড় করোনায় আক্রান্ত বলে জানিয়েছেন ক্লাব।

এতদিন ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগার রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার খবর শোনা গিয়েছিল যে, এই দুই ক্লাবে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার ফরাসি ক্লাব পিএসজিতে করোনায় আক্রান্তের খবর জানা গেল।

ফরাসি লিগ কাপ কুপ ডে ফ্রান্সের আগে সকল খেলোয়াড়কে যখন করোনা টেস্ট করা হয় তখন করোনা পজিটিভ ধরা পরে পিএসজির চার খেলোয়াড়। করোনায় আক্রান্ত হওয়ার কারণে ভানিসের বিপক্ষে লিগ কাপ ম্যাচে খেলতে পারবেন না মেসি।

পিএসজির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, করোনা টেস্টে আমাদের চারজন ফুটবলার পজিটিভ ধরা পড়েছে।

তারা হলেন- হুয়ান বেরনাত, সার্জিও রিকো, নাথান বিতুমাজাল এবং লিওনেল মেসি। আমরা তাদেরকে দল থেকে আলাদা করে কোয়ারেন্টিনে রেখেছি। তারা আমাদের স্বাস্থ্য প্রোটোকলে রয়েছে।

এসএইচ-১৪/০২/২২ (স্পোর্টস ডেস্ক)