ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট শুরু দুপুরে

সিরিজ জয়ের লক্ষ্যে সোমবার জোহানেসবার্গে দ্বিতীয় টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে ভারত। সেঞ্চুরিয়ান টেস্ট জিতে সিরিজে ১-০’তে এগিয়ে আছে ভারত। অপরদিকে প্রথম ম্যাচ হেরে দক্ষিণ আফ্রিকার সামনে এখন সিরিজে টিকে থাকার লড়াই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

সিরিজের প্রথম টেস্ট জিতে ফুরফুরে মেজাজে আছে ভারত। সেঞ্চুরিয়ান টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ১১৩ হারিয়েছে তারা। এখন দ্বিতীয় টেস্ট জিতে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের হাতছানি বিরাট কোহলিদের সামনে।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে ভারতের রেকর্ডটাও দুর্দান্ত। দক্ষিণ আফ্রিকার এই মাঠে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে একটিও হারেনি তারা।

ভারতের একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই। তাই উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামতে পারে রাহুল দ্রাবিড়ের দল। তবে যদি পরিবর্তন আনতেই হয় তবে শার্দুল ঠাকুরের জায়গায় একজন বাড়তি ব্যাটসম্যান অথবা বাড়তি পেসারকে খেলাতে পারে। প্রথম টেস্টে ভালো বোলিং করতে পারেননি শার্দুল।

প্রথম ম্যাচে বোলাররা ভালো করলেও দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা ছিলেন ব্যর্থ। দুই ইনিংসের একটিতেও ২০০ পেরোতে পারেনি প্রোটিয়ারা। ঘরের মাঠে ব্যাটারদের এমন পারফরম্যান্সে চাপে আছে প্রোটিয়ারা।

টেস্টে সময়টাও ভালো যাচ্ছে না দক্ষিণ আফ্রিকার। গত পাঁচ ম্যাচের তিনটিতেই হেরেছে তারা।

দক্ষিণ আফ্রিকার একাদশে একাধিক পরিবর্তন হতে পারে। টেস্টকে বিদায় বলেছেন উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি কক। তার পরিবর্তে দলের উইকেটের পেছনে দায়িত্ব পালন করবেন কাইলি ভেরেইন। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে দ্বিতীয় টেস্টে দলে ঢুকতে পারেন পেস বোলার অলিভিয়ার।

জোহানেসবার্গের উইকেট বরাবরই বোলিং সহায়ক। পেসাররা যেখানে বাড়তি সহায়তা পেয়ে থাকে। ব্যাটারদের ভালো করতে যথেষ্ট বেগ পেতে হয়। ভারতের পেসাররা সেঞ্চুরিয়ানে দুর্দান্ত বোলিং করেছেন। তাই জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের ভালো করা মোটেও সহজ হবে না তা বলাই যায়।

এসএইচ-০২/০৩/২২ (স্পোর্টস ডেস্ক)