সৌরভ পরিবারের আরও চার সদস্য করোনাক্রান্ত

ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির পরিবারের আরও চার সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তরা হলেন- সৌরভের মেয়ে সানা গাঙ্গুলি, কাকা দেবাশীষ, কাকাত ভাই শুভ্রদ্বীপ গাঙ্গুলি ও ভাইয়ের বউ জুঁই গাঙ্গুলি। আক্রান্ত সবাই বাড়িতেই আইসোলেশনে আছেন।

২৮ ডিসেম্বর সৌরভের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানা যায়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, সৌরভ গাঙ্গুলির করোনার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট পাওয়ার পর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। সৌরভ আক্রান্ত হওয়ার সময় তার স্ত্রী ডোনা ও মেয়ে সানার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।

করোনায় আক্রান্ত হওয়ার দুই দিন আগে জ্বর আসে বিসিসিআই সভাপতির। চিকিৎসকের পরামর্শ নিলে তাকে করোনা পরীক্ষা করানো পরামর্শ দেওয়া হয়। সেই অনুযায়ী পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে। এরপরেই হাসপাতালে ভর্তি হন সৌরভ। এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সৌরভের ভাই স্নেহাশিস গাঙ্গুলি। তখন সৌরভসহ পরিবারের সবাইকে থাকতে হয়েছিল হোম কোয়ারেন্টাইনে।

হাসপাতালে ভর্তি হওয়ার পর ৩১ ডিসেম্বর দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পান সৌরভ।

এসএইচ-২০/০৫/২২ (স্পোর্টস ডেস্ক)