বাংলায় বসন্তের শুভেচ্ছা জানালেন বিপিএলের বিদেশি তারকারা

এবারের বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সি গায়ে মাঠ মাতাচ্ছেন উইল জ্যাকস, বেনি হাওয়েল ও চ্যাডউইক ওয়াল্টনরা। বাংলাদেশের এসে তারা মজেছেন চট্টগ্রামের ভাষায়। এবার তারা বাংলা ভাষায় জানিয়েছেন বসন্তের শুভেচ্ছা।

গাছে ফুল ফুটেছে কি ফুটেনি, তাতে কি যায় আসে! সময়ের হিসেবে রঙ্গিন ফুল ফুটেছে বাঙালির মনে। কারণ আজ বসন্ত। সে বসন্তের আনন্দ দ্বিগুণ করে দিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অফিশিয়াল ফেসবুক পেজে শুভেচ্ছা বার্তা নিয়ে হাজির ক্রিকেটাররা। যা রীতিমতো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটিতে দেখা যায় দেশি তারকাদের সঙ্গে বসন্তের শুভেচ্ছা জানাচ্ছেন দলটির বিদেশি তারকা ক্রিকেটাররাও।

শুরুটা উইল জ্যাকসকে দিয়ে। বসন্তের শুভেচ্ছা জানাতে গিয়ে জ্যাকস বলেন, ‘ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত।, এরপর আফগান সিরিজের ওয়ানডে দলে জায়গা পাওয়া নাসুম আহমেদ হঠাৎ বৃষ্টি সিনেমায় নচিকেতা চক্রবর্তীর গাওয়া ‘একদিন স্বপ্নের দিন’ গানের কিছু অংশ গেয়ে বসন্তের শুভেচ্ছা জানান। তার সঙ্গে সুর দিয়ে সামিল হন বেনি হাওয়েলও। বাদ জাননি চ্যাডউইক ওয়াল্টনও। সবাইকে বাংলায় বসন্তের শুভেচ্ছা জানান তিনি। তাতে অংশ নেন আফিফ-আকবররাও।

এর আগে বিপিএলের অষ্টম আসরে খুলনাকে বিদায় করে কোয়ালিফায়ারে পা রাখে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বলে বলে উত্তেজনা ছড়ানো শ্বাসরুদ্ধকর প্রথম এলিমেনেটরে খুলনার বিপক্ষে ৭ রানের জয় তুলে নেয় আফিফ হোসেন ধ্রুবর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফলে আরেকবার শিরোপার স্বপ্নভঙ্গ হয় মুশফিকুরের।

বিপিএল ইতিহাসে বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদের মধ্যে তারই কেবল শিরোপা জয়ের রেকর্ড নেই। এবারও কাছাকাছি গিয়ে ফিরে আসতে হয়েছে। এলিমেনেটর থেকেই ছিটকে গেছে তার দল খুলনা। তারকা ক্রিকেটার কিংবা অভিজ্ঞ কেউ, অন্য দলগুলোর তুলনায় সব দিক থেকেই পিছিয়ে ছিল চট্টগ্রাম। আফিফ, মিরাজ কিংবা হালের সেনসেশন মৃত্যুঞ্জয়দের নিয়ে তারুণ্যনির্ভর এক দল গড়েছে তারা। তাতেই বাজিমাত।

তবে বারবার অধিনায়কত্ব পরিবর্তন নিয়ে বিতর্ক, কিংবা ম্যাচ ফিক্সিংয়ের অপবাদ নিয়েই এ পর্যন্ত এসেছে তারা। চট্টগ্রামের দেওয়া ১৯০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় খুলনা। আগের ম্যাচে কুমিল্লার বিপক্ষে ফ্লেচারের সঙ্গে ঝড় তোলা শেখ মেহেদী নাসুমের বলে ওয়াল্টনের হাতে ক্যাচ দিয়ে ৪ বলে মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন এ ওপেনার। আবারও ব্যর্থ সৌম্য সরকার। আজ করতে পারলেন মোটে এক রান। তবে রান পেয়েছেন দলীয় অধিনায়ক মুশফিক। ২৯ বলে ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি।

প্রথম ইনিংসে চট্টগ্রামের হয়ে সাত চার ও সাত ছক্কায় মোট ১৪ বাউন্ডারিতে ঝড় তুলেছিলেন চ্যাডউইক ওয়াল্টন। দ্বিতীয় ইনিংসে ঝড় তুললেন আন্দ্রে ফ্লেচার। দুই ক্যারিবিয়ানের ব্যাটিং তাণ্ডব দেখল মিরপুরের হোম অব ক্রিকেট গ্রাউন্ড। তবে ৫৮ বলে ৮০ করে শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি ফ্লেচার। শেষ ওভারের রোমাঞ্চে জয় নিয়ে মাঠ ছেড়েছে চট্টলার দলটি।

এসএইচ-২১/১৪/২২ (স্পোর্টস ডেস্ক)