নারী বিশ্বকাপ: নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে পুননির্ধারিত ২৭ ওভারে ৮ উইকেটে ১৪০ রান করে বাংলাদেশ। তবে পাত্তা পায়নি নিগার সুলতানার দল। সোমবার নারী ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিকদের কাছে ডানেডিনে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ।

এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ হারল বাংলাদেশ। আর ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ রানে হারা নিউজিল্যান্ড পেল প্রথম জয়।

সুজি বেটস প্রথমবার হোম গ্রাউন্ডে নেমে হাফ সেঞ্চুরির দেখা পান। তিনি অপরাজিত ছিলেন ৭৯ রানে। অন্য প্রান্তে তার সঙ্গে শতরানের জুটি গড়তে সহায়তা করেন অ্যামেলিয়া কার, ৪৩ রানে খেলছিলেন তিনি।

বাংলাদেশের হয়ে একমাত্র উইকেট পান সালমা খাতুন। নিউজিল্যান্ডের ৩৬ রানের জুটি ভাঙেন তিনি সোফি ডিভাইনকে ১৪ রানে বোল্ড করে।

এর আগে, ব্যাট হাতে নারী বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে হাফসেঞ্চুরি তুলে নেন ফারজানা হক। ৫২ রানে ফ্রান্সেস ম্যাককের সরাসরি থ্রোয়ে রান আউট হন তিনি।

এসএইচ-০৯/০৭/২২ (স্পোর্টস ডেস্ক)