বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সূচি চূড়ান্ত

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। বৃহস্পতিবার এক বিবৃতিতে সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকেটে ব্যস্ত সময় পার করছে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে সিরিজ শেষ না হতেই তাদের পাড়ি দিতে হয়েছে দক্ষিণ আফ্রিকায়। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে লড়াই করছে বাংলাদেশ। আগামী ১২ এপ্রিল সিরিজের দ্বিতীয় টেস্ট শেষে দেশের উদ্দেশে রওনা দেবে টাইগাররা। তবে দেশে এসেই বিশ্রাম নয়, প্রস্তুতি নিতে হবে লঙ্কা বধের।

ঘরের মাঠে আগামী ১৫ মে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর আগামী ২৩ মে সিরিজের শেষ টেস্টে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই দল পরস্পরের মুখোমুখি হবে। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

দুই টেস্টের আগে ১১ মে থেকে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। সে ম্যাচ হবে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে।

এদিকে এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ২২টি টেস্ট খেলেছে বাংলাদেশ, জিতেছে মাত্র একটিতে—২০১৭ সালে কলম্বোতে। ১৭টিতে হেরেছে, ড্র হয়েছে বাকি ৪টি।

এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে খুব একটা ভালো অবস্থানে নেই বাংলাদেশ। নয় দলের মধ্যে বাংলাদেশের অবস্থান টেবিলের আটে। সবচেয়ে শোচনীয় অবস্থা ইংল্যান্ডের। তারা আছে একেবারে তলানিতে। ৮ টেস্টে ৭৫.০০ শতাংশ হারে ৭২ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া শীর্ষস্থান দখল করে আছে।

৫ টেস্টে ৬০.০০ শতাংশ হারে ৩৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তিনে থাকা ভারতের সংগ্রহে রয়েছে ১১ টেস্টে ৫৮.৩৩ শতাংশ হারে ৭৭ পয়েন্ট। ৭ টেস্টে পাকিস্তানের সংগ্রহ ৫২.৩৮ শতাংশ হারে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে পাকিস্তান।

৪ টেস্টে ৫০.০০ শতাংশ হারে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। নিউজিল্যান্ড রয়েছে লিগ টেবিলের ছয় নম্বরে। ৭টি টেস্টে তাদের সংগ্রহে রয়েছে ৩৮.৮৮ শতাংশ হারে ২৮ পয়েন্ট। ৬টি টেস্টে ৩৫.৭১ শতাংশ হারে ৩০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের সাতে নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ রয়েছে আটে। টাইগাররা ৪ টেস্টে ২৫.০০ শতাংশ হারে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে। ১৩টি টেস্টে ১২.৫০ শতাংশ হারে ১৮ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের একেবারে শেষে নয় নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড।

এসএইচ-১৪/৩১/২২ (স্পোর্টস ডেস্ক)