ইফতার নিয়ে পাকিস্তানের রাস্তায় বাবররা

মহিমান্বিত মাস মাহে রমজান। বরকত এবং পরিশুদ্ধির মাস মাহে রমজান। পবিত্র এ মাসের শুদ্ধতা ছড়িয়ে দিতে এবার ইফতার নিয়ে পাকিস্তানের রাস্তায় নেমে পড়েছেন দেশটির জাতীয় দলের ক্রিকেটাররা।

পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক বাবর আজম এবং ডেপুটি শাদাব খান নিজেদের শহর লাহোরে বৃহস্পতিবার ইফতারি বিতরণ করেছেন।

পাকিস্তানি ক্রিকেটারদের মহানুভবতার কথা সবারই জানা। এর আগে বাংলাদেশের বিপক্ষে টেস্ট চলাকালে মিরপুরে ক্ষুধার্ত পাখিকে খাবার দিয়ে বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছিলেন আবিদ আলী। এবার বাবর-শাদাবদের ইফতারসামগ্রী বিতরণের ঘটনাও হৃদয় ছুঁয়ে গেছে ভক্ত-সমর্কদের। এরই মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

পিএসএলের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ। টানা ব্যস্ত শিডিউলে নিজের শহর লাহোরে পা পড়েনি বাবরের। তবে এবার একটু ছুটি মিলতেই ছুটে গেলেন প্রাণের শহরে। আর সেখানে গিয়েই নেমে পড়লেন সবার মাঝে রমজানের শুদ্ধতা ছড়িয়ে দিতে।

পিএসএলটা দুঃস্বপ্নের মতো গেছে বাবর আজমের। ব্যাট হাতে যেমন ছন্দে ছিলেন না, তেমনি দলও ভরাডুবিতে ছিল আসরজুড়ে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ ছন্দে ছিলেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে পাঁচ ইনিংসে ব্যাট করে ৭৮ এভারেজে ৩৯০ রান করেছেন বাবর। যার মধ্যে ক্যারিয়ারসেরা ১৯৬ রানের ইনিংসও ছিল। এ ছাড়া দুটি ফিফটিও রয়েছে।

টেস্টের পর ওয়ানডেতে টানা সেঞ্চুরি হাঁকিয়েছেন। যার দরুণ টানা ম্যাচসেরা এবং সিরিজ সেরার পুরস্কারও উঠেছে।

এ ছাড়া একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে দল হেরে গেলেও ৪৬ বলে ৬৬ রানের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলেছিলেন বাবর। গোটা সিরিজেই যেন ‘রানমেশিন’ বাবর আজম। পাগলা ঘোড়ার মতো ছুটছে তার রানের চাকা।

এদিকে বাবর আজমের সঙ্গে ইফতারি বিতরণে অংশ নিলেও অস্ট্রেলিয়া সিরিজে মাঠের বাইরেই ছিলেন ভাইস ক্যাপ্টেন শাদাব খান। ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।

এসএইচ-১৭/০৮/২২ (স্পোর্টস ডেস্ক)