বন্ধ হয়ে যাচ্ছে ফিফা গেম!

সেই ১৯৯৩ সালে যাত্রা শুরু, তারপরের গল্পটা গেম বিশ্বে কেবল একচেটিয়া আধিপত্যের। বলছি ফিফা ভিডিও গেমের কথা।

প্রতিবছর একেকটি সিজন মুক্তি মানে বিশ্বজুড়ে মিলিয়ন মিলিয়ন ফুটবল ভক্তের হুমড়ি খেয়ে পড়া। তবে এবার শেষ হতে যাচ্ছে সেই চিরচেনা দৃশ্য।

ফিফা ভিডিও গেমটির ডেভেলপার প্রতিষ্ঠান ইএ স্পোর্টস মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, আগামী বছর তথা ফিফা ২৩ হতে যাচ্ছে শেষ ফিফা গেম।

ফিফার সঙ্গে ইএ স্পোর্টসের ৩০ বছরের চুক্তি শেষ হচ্ছে। সেই সঙ্গে নামও পাল্টে যাচ্ছে জনপ্রিয় গেমটির।

ইএ স্পোর্টসের অফিসিয়াল ওয়েবসাইটের এক বিবৃতিতে বলা হয়েছে, ১৫০ মিলিয়নেরও বেশি কমিউনিটিকে ধন্যবাদ, যাদের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল বিনোদন প্ল্যাটফর্ম ‘ইএ স্পোর্টস-ফিফা’ গড়ে উঠেছে।

আরও বলা হয়েছে, ৩০ বছরের পথচলা শেষে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে এবার। অর্থাৎ ফিফা ভিডিও গেম আর থাকছে না। অন্তত নাম বদলে যাচ্ছে।

এসএইচ-২৪/১১/২২ (স্পোর্টস ডেস্ক)