ডমিনিকায় হারের রেকর্ড নেই বাংলাদেশের

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের মধ্য দিয়ে দীর্ঘ ৫ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ডমিনিকায়। ২০০৭ সালে নির্মিত এই ক্রিকেট স্টেডিয়ামের অভিষেকে জড়িয়ে আছে লাল-সবুজের নাম। স্পিন সহায়ক উইন্ডসর পার্কে, পরিসংখ্যানের হিসেবে শতভাগ জয়ের রেকর্ড টাইগারদের। পয়মন্ত এই ভেন্যুতেই মাইলফলক গড়ার হাতছানি সাকিব আল হাসানের সামনে।

সব মিলিয়ে ৫ আর টি-টোয়েন্টির হিসেবে সংখ্যাটা ৮। এতগুলো বছরের অপেক্ষা শেষে, ক্রিকেট ফেরার অপেক্ষায় ডমিনিকা। সমুদ্রের কোলঘেঁষা এই স্টেডিয়ামের সঙ্গে, জড়িয়ে আছে বাংলাদেশের নাম।

২০০৭ সালে নির্মিত হওয়া উইন্ডসর পার্ক, আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখে ২০০৯ সালে। বাংলাদেশ-উইন্ডিজ ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে। অধিনায়ক সাকিবের নেতৃত্বে, সে ম্যাচেই জয় তুলে নেয় লাল-সবুজরা।

উইন্ডসর পার্কে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলা টাইগাররা, জয় তুলে নিয়েছে দুটিতেই। যদিও এই ভেন্যুতে এখনো টি-টোয়েন্টি সংস্করণের কোনো ম্যাচ খেলা হয়নি। হবেই বা কীভাবে? ২০১৪ তে কিউইদের বিপক্ষে দুই টি-টোয়েন্টির পর, এই ফরম্যাটের কোনো ম্যাচই গড়ায়নি সেখানে।

অভিষেকের পর ১২ বছরে, ডমিনিকায় অনুষ্ঠিত হয়েছে মাত্র ১১ ম্যাচ। ২০১৭’তে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচটাই সবশেষ, এরপর প্রত্যাবর্তনের অপেক্ষা বাংলাদেশ ম্যাচের মধ্য দিয়ে।

এদিকে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে কখনোই টি-টোয়েন্টি জেতা হয়নি বাংলাদেশের। একমাত্র সুখস্মৃতি ২০১৮’তে। সে টি-টোয়েন্টি সিরিজটাও অবশ্য আয়োজিত হয়েছিলো মার্কিন যুক্তরাষ্ট্রে।

এই ফরম্যাটের ক্রিকেটে, দুই দলই নামতে যাচ্ছে লম্বা সময়ের পরে। ফেব্রুয়ারিতে ক্যারিবীয়রা শেষবার টি-টোয়েন্টি খেলেছিলো ভারতের বিপক্ষে। বাংলাদেশ খেলেছে মার্চে, ঘরের মাঠে আফগানদের বিপক্ষে।

শেষ ৫ ম্যাচে, দুই দলেরই জয় মোটে একটিতে। টাইগারদের তুলনায় নতুনত্বের ছাপ বেশি উইন্ডিজ স্কোয়াডে। অধিনায়ক নিকোলাস পুরান ছাড়া, যেখানে হাজার রান নেই আর কোন ব্যাটাররে।

উইন্ডসোর পার্কে মাইলফলক স্পর্শের সুযোগ সাকিব আল হাসানের সামনে। আর ৯২ রান করলেই, দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ঢুকে যাবেন ২ হাজারী রানের ক্লাবে। যেখানে আগে থেকেই অবস্থান করছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

স্বাগতিকদের বিপক্ষে ১২ টি-টোয়েন্টি খেলা বাংলাদেশ, জয় পেয়েছে ৫ টিতে। ডোমিকায় আধিপত্য দেখাতে পারলে, সুযোগ রয়েছে সংখ্যার হিসাবটা সমানে সমান করার। ২ জুলাই রাত সাড়ে ১১ শুরু সিরিজের প্রথম ম্যাচটি।

এসএইচ-১৩/০১/২২ (স্পোর্টস ডেস্ক)