বাংলাদেশের নতুন অধিনায়ক ভয়ডরহীন খেলতে চান

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। মঙ্গলবার এ সিরিজ সামনে রেখে দেশ ত্যাগ করবে টাইগাররা। তার আগে রোববার (২৪ জুলাই) মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সোহান। তিনি জানিয়েছেন, ফিয়ারলেস ক্রিকেট খেলার দিকে নজর তার।

সোহান বলেন, ‘আমার কাছে মনে হয় ফিয়ারলেস ক্রিকেট খেলাটা অনেক গুরুত্বপূর্ণ। চেষ্টা করব যাতে এটা করতে পারি। আগে থেকে রেজাল্ট নিয়ে চিন্তা করলে অনেক সময় এটা ঠিক থাকে না। প্রক্রিয়াটা অনেক গুরুত্বপূর্ণ। আর ফিয়ারলেস থাকলে পজিটিভ জিনিস পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।’

টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করতে পারেনি বাংলাদেশ দল। যদিও জিম্বাবুয়ে সিরিজে সেটা করতে চান নতুন অধিনায়ক সোহান। তিনি বলেন, ‘আমরা ওয়েস্ট ইন্ডিজ থেকে এসেছি, সবার সঙ্গে ওভাবে আলোচনা হয়নি। জিম্বাবুয়ে যাওয়ার পর টি-টোয়েন্টিতে ইম্প্রুভ করার চেষ্টা করব। আশা করি ভালো করতে পারব। আর সবকিছুই একটা প্রসেসের ভেতর থাকবে।’

টি-টোয়েন্টি ম্যাচের মোড় কিছুক্ষণ পরপরই পরিবর্তন হয়। বিভিন্ন সিদ্ধান্তও নিতে হয় পরিস্থিতি বুঝে। এ সম্পর্কে সোহান বলেন, ‘টি-টোয়েন্টিতে আপনি আগে থেকে ব্যাটিং সেট করে সফল হতে পারবেন না। কারণ, একেক সময় পরিস্থিতি একেক রকম থাকে। এ ব্যাপারে পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নিতে হয়।’

সোহানের ভাষ্য, ‘আমি সবসময় মনে করি, আমরা যেন টিম হিসেবে ভালো খেলতে পারি। তাই সেটাতেই আমার মূল ফোকাস থাকে। আমি তিন ম্যাচের জন্য দায়িত্ব পেয়েছি। সুতরাং আমি এই তিন ম্যাচে আমার সেরাটা দেয়ার চেষ্টা করব। শুধু আমিই নই, আমি চাইব যে যার দিক থেকে পারবে একশ ভাগ দেয়ার চেষ্টা করুক।’

জাতীয় দলে সোহানের পথচলা শুরু ২০১৬ সালে। এরই মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে অধিনায়কের দায়িত্ব পেয়ে গেলেন তিনি। যদিও এ নিয়ে তার মাঝে তেমন রোমাঞ্চ নেই। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমার খুব বেশি প্রত্যাশা বা রোমাঞ্চ নেই। অতীতে বাংলাদেশ কী করেছে বা ভবিষ্যতে কী করবে, তা নিয়ে অত ভাবি না আমি। আমি শুধু আমার সেরাটা দিতে চাই। আর আমি যে পজিশনে খেলি, সেখানে টি-টোয়েন্টিতে পঞ্চাশ বা একশ করা অনেক কঠিন। তবে আমি আমার শতভাগ দেয়ার চেষ্টা করব।’

এসএইচ-০৩/২৪/২২ (স্পোর্টস ডেস্ক)