বাংলাদেশ সফরে আসবে ভারত

বিশ্বকাপ ফুটবল চলাকালীন সময়ে বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আসবে ভারত। আগামী ২০ নভেম্বর বিশ্বকাপ ফুটবল শুরু হয়ে চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ভারত বাংলাদেশে আসবে আগামী ১ ডিসেম্বর। বৃহস্পতিবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

১ ডিসেম্বর, ২০২২ ঢাকায় আসবে ভারত জাতীয় দল

৪ ডিসেম্বর, ২০২২ প্রথম ওয়ানডে মিরপুর

৭ ডিসেম্বর,২০২২ দ্বিতীয় ওয়ানডে মিরপুর

১০ ডিসেম্বর, ২০২২ তৃতীয় ওয়ানডে মিরপুুর

১৪–১৮ ডিসেম্বর, ২০২২ প্রথম টেস্ট চট্টগ্রাম

২২–২৬ ডিসেম্বর,২০২২ দ্বিতীয় টেস্ট মিরপুর

২৭ ডিসেম্বর,২০২২ বাংলাদেশ ছাড়বে ভারত ক্রিকেট দল

সফরটি শুরু হবে ওয়ানডে দিয়ে। আগামী ৪, ৭ ও ১০ ডিসেম্বর ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। সফরের প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। খেলাটি শুরু হবে ১৪ ডিসেম্বর। সিরিজের শেষ টেস্ট খেলতে মিরপুরে ফিরবে দুই দল। ২২ ডিসেম্বর শুরু হবে শেষ টেস্ট।

বাংলাদেশ-ভারত সিরিজের ওয়ানডে ম্যাচগুলো আইসিসি সুপার লিগের অংশ নয়। তবে টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল ভারত। দীর্ঘ অপেক্ষার পর ঘরের মাঠে ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। বিসিবি সভাপতি নাজমুল হাসান সংবাদ বিজ্ঞপ্তিতে বহুল প্রতীক্ষিত এ সিরিজের ব্যাপারে বলেছেন, ‘সম্প্রতি বাংলাদেশ-ভারত ম্যাচগুলো দারুণ লড়াইয়ের জন্ম দিয়েছে। দুই দেশের সমর্থকেরাই এই স্মরণীয় সিরিজের জন্য মুখিয়ে আছে। আমি ভারতীয় ক্রিকেট বোর্ডকে বিসিবির সঙ্গে সিরিজের সূচি নির্ধারণ নিয়ে কাজ করার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমরা ভারতকে বাংলাদেশে স্বাগত জানানোর অপেক্ষায় আছি।’

দুই দলের দ্বিপক্ষীয় সিরিজে দুই দেশে সমর্থকদের রোমাঞ্চের বিষয়টি উঠে এসেছে বিসিসিআই সেক্রেটারি জয় শাহর কথায়ও। বিসিবির বিজ্ঞপ্তিতে তাঁর উদ্ধৃতি দেওয়া হয়েছে, ‘আমি সিরিজটি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অভিনন্দন জানাই। বাংলাদেশ-ভারত প্রতিযোগিতা দুই দেশের সমর্থকদের মধ্যে তুমুল আগ্রহ জাগায়। আমরা জানি, বাংলাদেশি সমর্থকেরা কতটা আবেগপ্রবণ। আশা করি, দুই দলের সাদা ও লাল বলের খেলায় দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের বিষয়টিও উঠে এসেছে জয় শাহর কথায়। তিনি বলেছেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্টের ব্যাপার আছে এই সিরিজে। দুই দলই দুই টেস্ট ম্যাচের সিরিজটি জয়ের জন্য লড়বে।’

এসএইচ-০৯/২০/২২ (স্পোর্টস ডেস্ক)