ভারত না ইংল্যান্ড, ফাইনালে কাকে চাইছে পাকিস্তান

নিউজিল্যান্ডকে হেসেখেলে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে পাকিস্তান। তাদের সামনে এবার শিরোপার হাতছানি। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে ভারত-ইংল্যান্ড ম্যাচে জয়ী দল। তার আগে পাকিস্তান কাদের ফাইনালের প্রতিপক্ষ হিসেবে চাইছে? দলের হেড কোচ ম্যাথু হেইডেন জানিয়েছেন, ভারত ফাইনালে উঠলেই খুশি হবেন তারা।

বুধবার  নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে ধারাভাষ্যকারদের সঙ্গে হেইডেন বলেন, ‘আমরা ভারতের বিপক্ষে খেলতে চাই। দুদেশের সমর্থকদের কথা ভেবে এ কথা বলছি। কারণ, ভারত-পাকিস্তান খেলতে নামলে বিশ্বের তিন ভাগের এক ভাগ মানুষ খেলাটা দেখবে।’

এবারের বিশ্বকাপের শুরুটা পাকিস্তান খুব একটা ভালো করতে পারেনি। কিন্তু প্রতিযোগিতা যত এগিয়েছে, তত ভয়ংকর হয়েছেন বাবর আজমরা। অবশ্য এখনও তাদের সেরা ফর্ম দেখা যায়নি বলে মনে করছেন হেইডেন। তিনি বলেন, ‘আমার মনে হয় না এখনও আমরা নিজেদের সেরা খেলা খেলতে পেরেছি। আশা করছি ফাইনালে সেটা দেখাতে পারব। তাই ফাইনালে যারাই আমাদের বিপক্ষে খেলুক, খুব একটা সুবিধা করতে পারবে না।’

পাকিস্তানের সেমিফাইনালে ওঠার পেছনে বিশাল অবদান আছে নেদারল্যান্ডসের। ডাচরা দক্ষিণ আফ্রিকাকে হারানোর ফলেই তো তাদের সামনে সেমিফাইনালে ওঠার সুযোগ এসেছিল। বাংলাদেশকে হারিয়ে সেই সুযোগ কাজেও লাগায় বাবর আজম বাহিনী। এ সম্পর্কে হেইডেন বলেন, ‘আমরা খুব সহজে এখানে আসিনি। নেদারল্যান্ডস না থাকলে এখানে আসতেই পারতাম না। কিন্তু পৌঁছতে পেরেছি এটাই সবচেয়ে বড় ব্যাপার। কেউ চায়নি আমরা এখানে আসি। আমরা সেমিফাইনালে আসায় অনেকেই চমকে গিয়েছে। সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’

হেইডেন আরও বলেন, ‘বাকি দলগুলো ভেবেছিল আমাদের থেকে মুক্তি পেয়ে গিয়েছে। কিন্তু এখনও ওরা মুক্তি পায়নি। আমরা এখানে এসেছি নিজেদের যোগ্যতায়। গতবার আমাদের ওপর অনেক বেশি প্রত্যাশা ছিল। যে সামনে আসছিল তাকেই হারাচ্ছিলাম। এবার সেই চাপ অনেকটা কম।’

এসএইচ-১১/০৯/২২ (স্পোর্টস ডেস্ক)