জাতীয় সংগীত গাইলেন না ফুটবলাররা

হিজাববিরোধী আন্দোলনে উত্তাল ইরান। এবার দেশটির বিক্ষোভকারীদের সমর্থনে বিশ্বকাপে খেলতে নেমেই প্রতিবাদ জানাল ইরানের ফুটবলাররা। সোমবার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে জাতীয় সংগীতে গলা মেলাননি আলি রেজা-জাহানবখশরা।

বিশ্বকাপের মতো আসরে প্রতিনিধিত্ব করতে পারাটা গর্বের। জাতীয় সংগীত চলাকালে গলা মেলানো, আবেগে ফেটে পড়ার দৃশ্যটাও চিরচেনা। তবে ফুটবল বিশ্ব এবার দেখল ব্যতিক্রম দৃশ্য। বিশ্বকাপ খেলতে নেমে ইরানিয়ান ফুটবলাররা জাতীয় সংগীতই গাইলেন না। জাতীয় সংগীত বাজছে, তারা দাঁড়িয়ে রইলেন নির্বিকার হয়ে!

এরই মধ্যে এ দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

অবশ্য ম্যাচ শুরুর আগেই ইরানের অধিনায়ক জানিয়েছিলেন, দেশের সরকারবিরোধী আন্দোলনের সমর্থনে জাতীয় সংগীত গাইবেন না, সে বিষয়ে দলগতভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দুই মাস আগে পুলিশি হেফাজতে মাহসা আমিনি নামে এক তরুণীর মৃত্যুর পর থেকেই উত্তাল হয়ে ওঠে ইরান। ইসলামিক রিপাবলিকের পোশাকবিধি ভঙ্গের অভিযোগে তেহরান থেকে গ্রেফতারের তিন দিন পরই মৃত্যু হয় ২২ বছর বয়সী আমিনির। তারপরই হিজাববিরোধী প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ইরান।

সেই আন্দোলনের সমর্থনে সংহতি জানালেন ইরানের ফুটবলাররা। এছাড়া স্টেডিয়ামের গ্যালারিতেই অনেক সমর্থকদের প্রতিবাদ জানাতে দেখা যায়।

এসএইচ-২৪/২১/২২ (স্পোর্টস ডেস্ক)