বিপিএল শেষ তামিমের

কুঁচকির চোটের কারণে গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে সিরিজ খেলতে পারেননি তামিম ইকবাল। তামিম না থাকায় ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করেন লিটন দাস। এবার ইংল্যান্ড সিরিজের আগেও চোটে পড়লেন তামিম।

পিঠের চোটের কারণে বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে শেষ দুটি ম্যাচ খেলবেন না তিনি। আগামী ১ মার্চ অনুষ্ঠেয় ইংল্যান্ড সিরিজের কথা মাথায় রেখেই তামিমকে নিয়ে ঝুঁকি নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন খুলনার কোচ খালেদ মাহমুদ।

মাহমুদ আজ বলেছেন, ‘তামিমের পিঠে ব্যথা ছিল, ইনজেকশন নিয়েছিল ব্যাংকক থেকে। সামনে ইংল্যান্ড সিরিজ, সেটা নিয়েই আমাদের মূল চিন্তা। সে জন্যই তামিমকে বিশ্রাম দেওয়ার চিন্তা করেছি, খেললে আরও খারাপ হতে পারে।’

খুলনা এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে মাত্র ২টিতে জয়ের দেখা পেয়েছে। প্লে–অফে খেলার সম্ভাবনাও শেষ। মাহমুদ সে প্রসঙ্গে বলছিলেন, ‘পরিস্থিতি যদি অন্য রকম হতো, আমরা যদি কোয়ালিফায়ারে থাকতাম, তাহলে ভিন্ন কথা ছিল। তখন তামিমও হয়তো অন্যভাবে চিন্তা করত। এখন যেহেতু আমাদের সে সুযোগ নেই, বিপিএলে তাই ব্রেক দেওয়াটাই ঠিক মনে করেছি।’

এসএ-০৬/০২/২৩ (স্পোর্টস ডেস্ক)