রোহিত শর্মার সেঞ্চুরি, অভিষিক্ত মার্ফির ৫ উইকেট

নাগপুর টেস্টের দ্বিতীয় দিনেই চালকের আসনে ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৭৭ রানে অলআউট করার পর রোহিত শর্মার সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ৩২১ রান নিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা।

রোহিত শর্মা আগের দিনই ফিফটি করেছিলেন। সেটিকে তিনি সেঞ্চুরিতে পরিণত করেন আজ (শুক্রবার)। ২১২ বলে ১৫ বাউন্ডারি আর ২ ছক্কায় রোহিতের ইনিংসটি ছিল ১২০ রানের। টেস্ট ক্যারিয়ারে এটি তার নবম সেঞ্চুরি।

অথচ চেতেশ্বর পূজারা (৭), বিরাট কোহলি (১২), অভিষিক্ত সূর্যকুমার যাদবকে (৮) দ্রুত সাজঘরে ফিরিয়ে একটা সময় বেশ স্বস্তিতে ছিল অস্ট্রেলিয়া।

এমনকি রোহিত যখন আউট হন, ভারতের রান তখন ৬ উইকেটে ২২৯। আড়াইশর মধ্যে স্বাগতিকদের আটকে রাখার সুযোগ ছিল অস্ট্রেলিয়ার।

কিন্তু রবীন্দ্র জাদেজা আর অক্ষর প্যাটেল মিলে অসিদের আবারও কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছেন। অষ্টম উইকেটে তারা অবিচ্ছিন্ন ৮১ রানে। দুজনই পেয়েছেন ফিফটির দেখা। জাদেজা ৬৬ আর অক্ষর ৫২ রানে অপরাজিত আছেন।

অস্ট্রেলিয়ার অভিষিক্ত অফস্পিনার টড মার্ফি ৮২ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট।

এসএ-১০/০২/২৩ (স্পোর্টস ডেস্ক)