ফিফার বর্ষসেরা কোচ হওয়ার পথে লিওনেল স্কালোনি

আর্জেন্টিনাকে বিশ্বকাপ উপহার দিয়ে ফিফার বর্ষসেরা কোচ হওয়ার দৌড়ে আছেন লিওনেল স্কালোনি।

আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) ২০২২ সালের সেরা কোচ বাছাইয়ে মাঠে নেমেছে। ইতোমধ্যে তারা একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে। সেই তালিকায় আছেন বিশ্বকাপজয়ী লিওনেল স্কালোনির, দিদিয়ের দেশম, কার্লোস আনচেলত্তি, পেপ গার্দিওলা ও ওয়ালিদ রেগরাগুই।

বৃহস্পতিবার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) সে তালিকাকে আরও সংক্ষিপ্ত করে শীর্ষ তিনে নিয়ে এসেছে। যেখানে বাদ পড়েছেন মরক্কোর ওয়ালিদ রেগরাগুই ও রানার্সআপ ফ্রান্সের দিদিয়ের দেশম।

এখন শীর্ষ তিনে রয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন লিওনেল স্কালোনি, রিয়াল মাদ্রিদের কার্লোস আনচেলত্তি ও ম্যানচেস্টার ইউনাইটেডের পেপ গার্দিওলা।

ফিফার প্রকাশিত তালিকা থেকে আগামী ২৭ ফেব্রুয়ারি সেরা ফুটবলারের নাম ঘোষণা করা হবে। এর আগে চলবে ভোট গ্রহণ। ফিফার সদস্য দেশগুলোর কোচ, অধিনায়ক, গণমাধ্যম প্রতিনিধি এবং সমর্থকেরা সেখানে ভোট দিতে পারবেন।

এসএ-১০/০২/২৩ (স্পোর্টস ডেস্ক)