জামিন পেলেন না দানি আলভেজ

যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হয়ে এক মাসেরও বেশি সময় ধরে কারাগারে আছেন ব্রাজিল জাতীয় ফুটবল দলের তারকা ফুটবলার দানি আলভেজ। জামিনের জন্য আবেদন করলেও তা নামঞ্জুর করেছে স্পেনের একটি আদালত।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, স্পেনের আদালতের বিচারক আলভেজের আবেদনে সাড়া দেননি। বরং আলভেজকে কারাবন্দী রাখার সিদ্ধান্ত বলবৎ রাখার রায় দিয়েছেন।

বার্সেলোনার আদালত গত ১০ জানুয়ারি এক বিবৃতিতে জানিয়েছিল, গত ডিসেম্বরে নাইটক্লাবে আলভেজ কর্তৃক যৌন হয়রানির শিকার হওয়া এক নারীর আবেদনের প্রেক্ষিতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন আলভেজ।

অভিযোগের বিষয়ে কথা বলতে ২০ জানুয়ারি বার্সেলোনার একটি পুলিশ স্টেশনে গেলে সেখান থেকে আলভেজকে গ্রেফতার করে পুলিশ। পরে স্পেনের আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ দেয়।

এক নারী অভিযোগ করেছিলেন ৩০ ডিসেম্বর বার্সেলোনার একটি নৈশ ক্লাবে তাকে যৌন হয়রানি করে আলভেজ। সেই অভিযোগের ভিত্তিতে বার্সেলোনার সাবেক তারকা ফুটবলারকে গ্রেপ্তার করে পুলিশ।

এসএ-২১/০২/২৩ (স্পোর্টস ডেস্ক)