সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা খেলোয়াড় মেসি!

তারকা হলে খ্যাতির বিড়ম্বনাও রয়েছে। বিষয়টি ব্যতিক্রম ঘটেনি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির ক্ষেত্রেও। ভক্তদের চোখের এই তারকা একুশ শতকের সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা খেলোয়াড়। অন্তত পরিসংখ্যান এমনটিই বলছে।

গত বছরের ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপে শিরোপা জিতে যেন সব সমালোচনার জবাব দেন লিওনেল মেসি। তবে তার আগেও তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। বিশ্বকাপের ৭ ম্যাচের ৫টিতে পেয়েছেন পেনাল্টির সুযোগ। যেখানে ১টি মিসও করেছেন।

এ পর্যন্ত সব মিলিয়ে ১৩৩ বার পেনাল্টি নেয়ার সুযোগ পেয়েছেন মেসি। এর মধ্যে ৩১ বার মিস করেছেন। যেটি সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ড। এর আগে এত বেশি পেনাল্টি কোনো ফুটবলার মিস করেননি। হিসাবে মেসি প্রায় ২৩ শতাংশের বেশি সময় পেনাল্টি মিস করেছেন। তাতে সমালোচকরা কখনো তাকে ‘লিওনেল পেনাল্টি’ কখনো ‘পেসি’ হিসেবে নাম দিয়েছেন।

অন্যদিকে মেসির থেকে বেশি পেনাল্টি নিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে মেসির থেকে রোনালদোর পেনাল্টি মিসের সংখ্যা কম। ১৭৬টি পেনাল্টির মধ্যে ২৯টি মিস করেছেন রোনালদো। তাতে সমালোচনা হয়েছে সিআরসেভেনেরও। তাকে অনেকে ‘পেনাল্দো’ বলেও ব্যঙ্গ করেছেন।

এ ছাড়া ব্রাজিল তারকা নেইমার জুনিয়র এখন পর্যন্ত ৭৮টি পেনাল্টি শট নিয়েছেন। যার মধ্যে ১৫টি মিস করেছেন। তাতে প্রায় ১৯ শতাংশের বেশি সময় পেনাল্টি থেকে গোলের সুযোগ নষ্ট করেছেন ব্রাজিল তারকা। তবে এখন পর্যন্ত সবচেয়ে সফল পেনাল্টি শুটার ধরা হয় নেইমারকে।

এসএইচ-১৩/০৫/২৩ (স্পোর্টস ডেস্ক)