ব্যালন ডি’ অর পুরস্কার বিজয়ীর নাম জানা যাবে ৩০ অক্টোবর

ব্যালন ডি’ অর পুরস্কার কার হাতে উঠছে? সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীরা এটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত এই পুরস্কারটি প্রদানের তারিখ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফ্রান্স ফুটবল’ জানায়, আগামী ৩০ অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিসে এক জমকালো আয়োজনে ২০২২-২৩ মৌসুমের ব্যালন ডি’অর বিজয়ীর নাম প্রকাশ করা হবে।

এর আগে ৬ সেপ্টেম্বর পুরস্কারটির জন্য পুরুষ বিভাগে বর্ষসেরা নির্বাচনের জন্য ৩০ জন ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে।

এ তালিকায় সবচেয়ে এগিয়ে থাকবেন ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া লিওনেল মেসি। তবে অনেকের চোখে ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আর্লিং হলান্ড পুরস্কারের অন্যতম দাবিদার।

এসএইচ-০৪/১০/ ২৩ (স্পোর্টস ডেস্ক)