ভারতকে হারিয়ে পাকিস্তানকে টপকেছে বাংলাদেশ, সাকিব ম্যাচ সেরা

যত যাই হোক, শেষমেশ ভারতের বিপক্ষে বাংলাদেশের শুক্রবারের জয়টা সান্ত্বনার। শ্রীলঙ্কা আর পাকিস্তানের বিপক্ষে হেরে ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ ছিটকে পড়েছিল আগেই। এশিয়া কাপে সুপার ফোরের নিয়মরক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়ের জোড়া ফিফটি এবং শেষ দিকে টেলএন্ডারদের ব্যাটের ওপর ভর করে ভারতের বিপক্ষে ২৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েও দলকে জেতাতে পারেননি শুভমান গিল। টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৫৯ রানে গুটিয়ে যায় ভারত। ফলে ৬ রানের জয় দিয়েই এশিয়া কাপের মিশন শেষ করলো সাকিব আল হাসানের দল।

তবে জয়টা সে যন্ত্রণাতে প্রলেপ দেবে খানিক, এর চেয়ে বেশি কিছু প্রাপ্তি নেই আর বাংলাদেশের।

আসলেই কি নেই? রোববার এশিয়া কাপের ফাইনালে সহস্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে এই ভারতই মাঠে নামবে। বিশ্বকাপের ঠিক আগ দিয়ে ফাইনালিস্ট দলকে হারানো সাকিবদের বড় টোটকা হিসেবে কাজ করবে, নিশ্চিত। শুধু তাই নয়, কাগজে-কলমে এই জয় দিয়ে বাংলাদেশ পাকিস্তানকেও টপকে গেছে।

সুপার ফোরে পাকিস্তান জিতেছে একটি ম্যাচ, বাংলাদেশের বিপক্ষেই। শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে, ভারতের বিপক্ষে তো রীতিমতো নাকানিচুবানি খেয়েছে। বাংলাদেশ আবার পাকিস্তানকে নাস্তানাবুদ করা সেই ভারতকে হারিয়েছে – শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে হারার পর। দুই দলের একটা করে জয় হলেও ভারতের বিপক্ষে ২২৮ রানে হারা পাকিস্তান নেট রান রেটে বাংলাদেশের চেয়ে পিছিয়ে পড়েছে অনেক। পাকিস্তানের সমান দুই পয়েন্ট নিয়ে ঋণাত্মক ০.৪৬৩ নেট রান রেট নিয়ে সুপার ফোর পর্ব শেষ করেছে বাংলাদেশ। পাকিস্তানের নেট রান রেট ঋণাত্মক ১.২৮৩ ; যা বাংলাদেশের চেয়ে অনেক কম।

তাই এশিয়া কাপের সুপার ফোর পর্বে পাকিস্তানকে চারে ঠেলে তিনে উঠে এসেছে বাংলাদেশ। কিছুদিন আগেও যে দলটা ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে ছিল, তাদের চেয়ে উপরে থেকে এশিয়া কাপ শেষ করার ব্যাপারটা বাংলাদেশকে একটু হলেও স্বস্তি দেবে

এদিকে বাংলাদেশ দলে এখন দুটো সাকিব। সাকিব আল হাসান তো আছেনই, আজ থেকে যুক্ত হলেন তানজিম হাসান সাকিবও। নিজের প্রথম ম্যাচেই তানজিম সাকিব যেভাবে বল করলেন, দুই সাকিব আরও অনেক ম্যাচ একসঙ্গে খেলবেন – বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা আশা করতেই পারেন! ‘বড়’ সাকিব আজ ব্যাট হাতে দলকে ভিত্তি এনে দিয়েছেন, যথারীতি সাকিবসুলভ এক পারফরম্যান্সে বল হাতেও ঝলক দেখিয়েছেন – হয়েছেন ম্যাচ সেরা। দুই সাকিবের নৈপূণ্যে ৬ রানে ভারতকে হারিয়েছে বাংলাদেশ।

‘ছোট’ সাকিবও বা কম কীসে? ইনিংসে টেল এন্ডে ব্যাট করতে নেমে শেষ ওভারে দুটি চার মারা থেকে শুরু করে বল হাতে আগুনঝরা এক স্পেলে ভারতের টপ অর্ডার কাঁপিয়ে দিয়েছেন। ম্যাচ শেষে বড় সাকিব তাই ‘ছোট’ সাকিবসহ একাদশে ঢোকা নতুন খেলোয়াড়দের প্রশংসা করতে ভোলেননি, ‘যারা নিয়মিত খেলতে পারে না, আজ তাদের সুযোগ দিয়েছি আমরা। আমরা ভেবেছিলাম এই ম্যাচে স্পিনাররা ভালো খেলবে, তারা খেলেছেও। এবারের এশিয়া কাপে আমার ব্যাটিংটা ভালো হচ্ছিল না, আজ হয়েছে। আজ সময় নিয়ে ব্যাট করার সুযোগ পেয়েছি। প্রথম বাউন্ডারি মারার সঙ্গে সঙ্গেই ভালো লাগছিল। বল যত পুরোনো হচ্ছিল, স্পিন বল খেলা তত বেশি কঠিন হচ্ছিল।’

শেখ মেহেদী হাসান আর তানজিম সাকিবের জন্য প্রশংসা ঝরেছে সাকিবের মুখে, ‘শেখ মেহেদি যখন বল করতে আসল, তখন বল করা সহজ ব্যাপার ছিল না। ও সেই সময়েই টানা পাঁচ ওভার বল করেছে। সাকিবকেও (তানজিম) কৃতিত্ব দিতে হয়। আমি বিশ্বাস করি, বিশ্বকাপের জন্য বেশ ভালো একটা দল আছে আমাদের। বেশ কিছু চোটের মোকাবিলাও করতে হচ্ছে আমাদের, এশিয়া কাপে যে ব্যাপারটা আমাদের মোটেও সাহায্য করেনি।’

এসএইচ-০১/১৬/২৩ (স্পোর্টস ডেস্ক)