বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি কনওয়ের

২০২৩ বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে নাম লিখিয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই সেঞ্চুরি হাঁকান এই ওপেনার।

৮৩ বলে হাঁকানো তার এই অনাবদ্য সেঞ্চুরিতে ছিল ১৩টি চার ও দুটি ছক্কার মার। ওয়ানডে ক্যারিয়ারে এটি কনওয়ের পঞ্চম সেঞ্চুরি।

নিউজিল্যান্ডের জন্য ভারত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি ছিল এক প্রকারে প্রতিশোধের ম্যাচ। কেননা গেল বিশ্বকাপের ফাইনালে এই ইংল্যান্ডের কাছেই শিরোপা হাতছাড়া হয়েছিল কিউইদের।

প্রতিশোধের ম্যাচে মাঠে নেমে শুরুতে উইল ইয়ংকে হারালেও উইকেটে থিতু হয়ে বসে ইনিংসের চাকা সচল রাখেন দায়িত্বশীল এই ব্যাটার। ইংলিশ বোলারদের ওপর কখনও হচ্ছিলেন আগ্রাসী, কখনও বা খেলছিলেন দেখে-শুনে।

৩৬ বলে তিনি পূরণ করেন অর্ধশতকের কোঠা। সেখানে তার ব্যাট থেকে এসেছিল ৮টি চার ও একটি ছক্কার মার। এরপরের ৫০ রান তিনি করেন ৪৭ বল খেলে।

এসএ-০৫/১০/০৫(স্পোর্টস ডেস্ক)