যে কারণে সেমির স্বপ্নে আত্মবিশ্বাসী টাইগাররা

প্রতিবারই বড় কিছুর স্বপ্ন নিয়ে বিশ্বকাপে খেলতে যায় বাংলাদেশ। যদিও কতটা স্বপ্নপূরণ হয়, তা কারও অজানা নয়। তবে স্বপ্ন দেখতে দোষের কি! এবার ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপেও বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

ওয়ানডে ক্রিকেট বিশ্বমঞ্চে খেলতে এরই মধ্যে প্রথম দুই ম্যাচের ভেন্যু ধর্মশালায় পৌঁছে গেছে লাল-সবুজেরা। সেখানে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে সাকিব আল হাসানের দল। তবে লাল-সবুজের প্রতিনিধিদের স্বপ্নটা আরও খানিকটা এগিয়ে। এবার বিশ্বকাপে সেমিফাইনালে খেলার লক্ষ্য টাইগারদের। আর দল নিয়ে নিজের আশাবাদের কথাও জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) ধর্মশালায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সুজনের ভাষ্য, আমি মনে করি যে আমাদের অনেক ভালো সুযোগ আছে। আমরা ভালো কিছু করতে চাই; সেমিফাইনাল, নক-আউটে যেতে চাই। আমি জানি এটা করাটা কতটা টাফ। বাট আমি মনে করি, আমাদের সামর্থ্য আছে। দলে যথেষ্ট পরিমাণ ভালো ক্রিকেটার আছে। আমাদের সেই আত্মবিশ্বাস আছে। কোয়ালিটি বোলিং আক্রমণ আছে। সঙ্গে আমাদের ভালো ব্যাটারও আছে। মুশি (মুশফিকুর রহিম), সাকিবের (সাকিব আল হাসান) মতো অভিজ্ঞরা মাঝে ব্যাটিং করবে। সুতরাং আমার মনে হয়, চ্যালেঞ্জ করার মতো দল একটা। এর আগেও আমাদের প্রতি দলের সঙ্গে ভালো খেলার রেকর্ড আছে, যদিও অনেক কম। তবে বিশ্বকাপ ভিন্ন মঞ্চ। আমরা প্রস্তুত আছি, ইনশাল্লাহ।

তিনি আরও যোগ করেন, খুবই ভালো আমার মনে হয়, দলের অবস্থা খুবই ভালো। সাকিবও জয়েন করেছে দলের সঙ্গে, অনুশীলন করেছে। দারুণ ইনটেনসিটি আছে দলে। ছেলেরা অনেক উদ্যমী ভালো খেলার লক্ষ্যে। টিম মিটিংও ছিল। দলের মধ্যে আত্মবিশ্বাসও আছে। ধর্মশালায় আগেও খেলার অভিজ্ঞতা আছে অনেকের। কাজে লাগবে আশা করি, উইকেট ভালো দেখলাম।

উল্লেখ্য, রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে বিশ্বকাপের বাকি ৯ দলের বিপক্ষে ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ। বৈশ্বিক এই আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। আগামী ৭ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ১১টায় ধর্মশালায় আফগানদের বিপক্ষে মাঠে নামবে সাকিব-লিটনরা। এরপর একে একে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।

এসএ-০৬/১০/০৫(স্পোর্টস ডেস্ক)