বিসিবিতে নতুন পদ পাচ্ছেন নান্নু-বাশার

গেল বছরের ডিসেম্বরে বিসিবির নির্বাচক প্যানেলের চুক্তি শেষ হয়েছিল। এরপর থেকে অবশ্য নানা আলোচনা হয়েছে এই প্যানেল নিয়ে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু পরবর্তী মেয়াদে কি থাকবেন? এ নিয়েও বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। সেসব প্রশ্নের উত্তর জানা গেল আজ সোমবার বিসিবির বোর্ড মিটিং শেষে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, চুক্তি শেষ হওয়ার কারণে নতুন করে আর চুক্তি নবায়ন করা হয়নি নান্নু-বাশারের সঙ্গে। তবে তারা নির্বাচকের দায়িত্বে না থাকলেও থাকবেন বিসিবির অন্য পদে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি।

পাপন বলছিলেন, ‘বোর্ড আমাদের ক্রিকেটে তাদের অবদান স্বীকার করেছে। আমরা সবাই একবাক্যে স্বীকার করেছি, তাদের কাজে আমরা খুবই খুশি। আমরা তাদের হারাতেও চাই না। সেজন্য বোর্ড সিদ্ধান্ত নিয়েছে আমরা তাদের বোর্ডের অন্য পদে আমাদের সাথে রাখব।’

এদিকে নতুন প্রধান নির্বাচক হয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। তার প্যানেলে যোগ দেবেন হান্নান সরকার। আর আগের প্যানেল থেকে টিকে গেছেন আব্দুর রাজ্জাক।

এসএ-০৬/১২/২৪(স্পোর্টস ডেস্ক)