ম্যাচের আগের দিনও চূড়ান্ত হয়নি বাংলাদেশ দল

আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরুর আগের দিন ম্যানেজার্স সভায় ২৩ সদস্যের চূড়ান্ত খেলোয়াড় তালিকা প্রদান করতে হয়। বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে প্রতি ম্যাচের আগের দিন অনুষ্ঠিত ম্যাচ সমন্বয় সভায় (এমসিএম) দুই দলকে চূড়ান্ত তালিকা দিতে হয়। আগামীকাল কিংস অ্যারেনায় ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের জন্য আজ বাংলাদেশ চূড়ান্ত দল দিতে পারেনি।

ফিলিস্তিনের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ম্যাচের জন্য কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ডেকেছিলেন। কুয়েতে একটি ম্যাচ খেলার পরও কোচ ম্যাচের ২৪ ঘন্টা আগে ২৩ সদস্যের দল চূড়ান্ত করতে পারেননি। প্রাথমিক স্কোয়াড থেকে পাচ জনকে বাদ দিতেই গলদঘর্ম এই স্পেনিশ কোচ। কুয়েতেও প্রায় একই কান্ড ঘটিয়েছিলেন।

আজ বাংলাদেশ দল ২৫ জনের নাম জমা দিয়েছে। ম্যাচ কমিশনারকে অনুরোধ জানিয়েছে আগামীকাল আরো দুই জন বাদ দিয়ে চূড়ান্ত তালিকা প্রদানের। আগামীকাল বিকেল সাড়ে তিনটায় ম্যাচ। বারো ঘন্টারও কম সময় বাকি। কোচ এখনো ২৩ জনই ঠিক করতে দোদুল্যমান অবস্থায়। একাদশের পরিস্থিতি তাই অনেকটা অনুমেয়।

প্রাথমিক দল ডাকতেও কোচ অনেক সংযোজন-বিয়োজন করেন। এজন্য ফেডারেশন ভিসা, টিকিট নিয়ে অনেক সময় ঝক্কিতে পড়ে। প্রাথমিক দলের মতো এখন চূড়ান্ত দল প্রদানেও গড়িমসি করছে। চূড়ান্ত দল নির্দিষ্ট সময়ের পর দেয়া অবশ্য আন্তর্জাতিক আইন পরিপন্থি। কোচের এমন কান্ডে বাফুফে জরিমানার শঙ্কায়। বাংলাদেশ জরিমানার শিকার হলে বাফুফে কোচের সম্মানী কর্তন করতে পারে বলে জানা গেছে।

এসএ-০৮/২৬/২৪(স্পোর্টস ডেস্ক)