গুগল ম্যাপসে ‘মেসেজিং ফিচার’ যোগ

২০১৮ সালে গুগল ম্যাপসে যোগ হয় লাইভ লোকেশান শেয়ার করার ফিচার। এছাড়াও যে কোন ট্রিপ শেয়ার করা যায় গুগল ম্যাপস থেকে।

গত বছরেই একসঙ্গে একাধিক ব্যক্তি গুগল ম্যাপস ব্যবহার করে ট্রিপ করার ফিচার এসেছিল। কোম্পানির নেভিগেশান অ্যাপকে আরও জনপ্রিয় করতে এবার গুগল ম্যাপসে মেসেজিং ফিচার যোগ করল গুগল।

গুগল ম্যাপস ব্যবহার করে মেসেজ করতে হলে শুরুতে গুগল ম্যাপসে বাঁ দিকে উপরে হ্যামবার্গার মেনুতে ট্যাপ করুন। এবার মেনুতে ‘মেসেজ’ ট্যাব দেখতে পাবেন।সেখানে ট্যাপ করলে সব পুরনো মেসেজ দেখতে পাবেন।

এরপর থেকে গুগল ম্যাপসে সব বিজনেসের পাশে ‘মেসেজ’ নামে একটি নতুন বোতাম দেখা যাবে। সেখানে ট্যাপ করে গুগল ম্যাপস ব্যবহার করে স্থানীয় ব্যবসায়ীদের সাথে চ্যাট শুরু করা যাবে।

আপাতত শুধুমাত্র অ্যানড্রয়েড গ্রাহকরা গুগল ম্যাপের মেসেজিং ফিচার ব্যবহার করতে পারবেন। সম্প্রতি এই ফিচার সহ এক সোশ্যাল প্ল্যাটফর্মে একটি স্ক্রিনশট প্রকাশিত হয়েছে। মেসেজ ট্যাব ব্যবহার করে গ্রাহকরা সরাসরি স্থানীয় ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করতে পারবেন।

এসএইচ-২৬/০৭/১৯ (প্রযুক্তি ডেস্ক)