১৮ হাজার এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির স্মার্টফোন বাজারে আনতে চলেছে এনার্জাইজার। ১৮ হাজার এমএএইচ ব্যাটারি ছাড়াও এই স্মার্টফোনে থাকছে ৬.২ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, সেলফির জন্য় পপ-আপ ডুয়াল ক্যামেরা।
তিনটি রিয়ার ক্যামেরা। এবং অ্যান্ড্রয়েডের আপডেটেড ৯ পাই সংস্করণ। এতে থাকছে ৬জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।
ফরাসি কম্পানি এনার্জাইজার এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, একবার চার্জ দিলে গোটা সপ্তাহ দৌড়াবে এই স্মার্টফোন। একনাগাড়ে ৪৮ ঘণ্টা ভিডিয়ো স্ট্রিম করা যাবে এনার্জাইজার ম্যাক্স পি১৮কে পপ স্মার্টফোনে।
একবার চার্জ দিলে এক সপ্তাহ নিশ্চিন্তে থাকা গেলেও, ফুল চার্জে মোট ৮ ঘণ্টা লাগবে বলেও জানিয়েছে সংস্থা।
চলতি বছরেই বাজারে আসবে স্মার্টফোনটি।
এসএইচ-২০/০১/১৯ (প্রযুক্তি ডেস্ক)