নতুন ফোন আনছে নকিয়া

নতুন স্মার্টফোন আনছে নকিয়া। নকিয়া ৪.২ মডেলের এই ফোনটির টিজার ইতোমধ্যে প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এই বছরের শুরুতে বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে লঞ্চ হয়েছিল এই ফোন। এরই মধ্যে মালয়েশিয়ায় বিক্রি শুরু হয়েছে নকিয়া ৪.২।

এই ফোনে থাকছে একটি ৫.৭১ ইঞ্চি এইচ ডি + ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি স্ন্যাপড্রাগন ৪৩৯ চিপসেট। সঙ্গে থাকছে ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি রম।

নকিয়া ৪.২ ফোনে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে থাকবে একটি ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য নকিয়া ৪.২ তে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকছে।

ডুয়াল সিম নোকিয়া ৪.২ ফোনে অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেম চলবে। ফোনের ভিতরে থাকছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।

তবে কোন ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে না। কানেক্টিভিটির জন্য নকিয়া ৪.২ ফোনে থাকছে ফোরজি, এলটিই, ওয়াইফাই, ব্লুট্থ। এবং মিলিমিটার হেডফোন জ্যাক।

এসএইচ-২৯/০৬/১৯ (প্রযুক্তি ডেস্ক)