ফেসবুক বাংলাদেশে কোন কার্যালয় করবে না

ফেসবুক আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি নিয়োগ দেবে, তবে কোন কার্যালয় স্থাপনের পরিকল্পনা নেই প্রতিষ্ঠানটির।

মঙ্গলবার সকালে, ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়, ফেসবুকের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক শিবনাথ থাকরাল। এসময়, ফেসবুকের কমিউনিটি স্ট্যন্ডার্ড সম্পর্কে জানানো হয়।

বলা হয়, প্রতিদিন বিশ্বজুড়ে ১৫৬ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করছে।

প্রতিদিন পোষ্ট, ছবি বা ভিডিও’র বিষয়ে ২০ লাখ আপত্তি আসে। গত তিন মাসে ১৮০টি ভুয়া আইডি সরিয়ে ফেলেছে ফেসবুক।

সংবাদ সম্মেলনে ফেসবুকের ভ্যাট প্রদান বিষয়ে প্রশ্ন করা হলে, কোন উত্তর দেয়া হয়নি। তবে, কর্মকর্তারা জানান দেশের আইন মেনেই সবকিছু করবে সংস্থাটি।

এসএইচ-১৯/২৪/১৯ (প্রযুক্তি ডেস্ক)