খুব শিগগিরিই পাকিস্তানে বন্ধ হয়ে যেতে পারে গুগল, ফেসবুক, টুইটারের মত সোশ্যাল মিডিয়া। এই তিন মিডিয়াসহ বেশ কয়েকটি সংস্থা পাকিস্তান সরকারকে চিঠি দিয়েছে।
আর সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য গঠন করা বিধির সংশোধনের দাবি জানিয়েছে। তা মানা না হলে পাকিস্তানে বন্ধ হবে গুরুত্বপূর্ণ বেশ কিছু সোশ্যাল প্লাটফর্ম।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে দেওয়া চিঠিতে ডিজিটাল মিডিয়া সংস্থার জোট চিঠি দেয়। তাতে জানানো হয়েছিল সোশ্যাল মিডিয়ার উপরে দেশটির সরকার যে নিয়ম চালু করেছে তাতে সাধারণের কাছে পরিসেবা পৌঁছে দিতে যথেষ্ট সমস্যার মধ্যে পরতে হচ্ছে। পাশপাশি নাগরিক সুরক্ষা বিধি পালনেও অসুবিধা হচ্ছে।
নতুন নিয়মে জানানো হয়েছে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলি পরিসেবা দিতে চাইলে ইসলামাবাদে অফিস রাখতে হবে। এছাড়াও সব ডেটা স্টোর করে রাখতে হবে এক সার্ভারে।
যা প্রয়োজনমত মুছে ফেলতে হবে। নয়তো জরিমানার কবলে পরতে হবে।
এসব নিয়ম মানতে রাজি নয় ফেসবুক, গুগল, টুইটার। এভাবে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে দিতে চায় না তারা। তাই এ নিয়ম না বদলালে পাকিস্তান থেকে পরিসেবা গুটিয়ে নেবে তারা। এখন দেখার পরিস্থিতি কোন দিকে যায়।
এসএইচ-২৭/০২/২০ (প্রযুক্তি ডেস্ক)