চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত তিন হাজার ১১৯ জনের মৃত্যু হয়ছে। এমতাবস্থায় করোনার সংক্রমণ ঠেকাতে কর্মীদের ঘরে বসে কাজ করতে বলল সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম মঙ্গলবার এ তথ্য জানায়।
খবরে বলা হয়, একটি ব্লগ পোস্টে টুইটার জানায়, প্রতিষ্ঠানটির হংকং, জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্মীদের ঘরে বসে কাজ করা বাধ্যতামূলক।
প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে তাদের পাঁচ হাজার কর্মীকে কর্মক্ষেত্রে না এসে ঘরে বসে কাজ করতে প্রবলভাবে উৎসাহ দিয়েছে। এর আগেই টুইটার খুব জরুরি না হলে অনুষ্ঠান বা ব্যবসার কাজে কর্মীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে।
এছাড়া, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য টেক্সাসের রাজধানী অস্টিনে অনুষ্ঠেয় মিডিয়া সম্মেলন বাতিলের ঘোষণাও দিয়েছে তারা।
টুইটারের হিউম্যান রিসোর্সেসের প্রধান জেনিফার ক্রিস্টি বলেন, বিশ্বে কোভিড-১৯ রোগ ছড়ানোর সম্ভাবনা কমানোই আমাদের লক্ষ্য।
ওই পোস্টে আরও বলা হয়, টুইটার দীর্ঘ সময় ধরেই ঘরে বসে কাজ করার উপায় তৈরি করছিল। ‘এটি আমাদের জন্য বড় একটি পরিবর্তন। ইতোমধ্যে আমরা আরও ভালো করে শ্রম বিভাজন করতে পেরেছি। আমরা বিশ্বজুড়ে সেবা দিচ্ছি এবং যে কোনো মানুষকে যে কোনো জায়গায় থেকে টুইটারে কাজ করার সুযোগ করে দিতে আমরা বদ্ধ পরিকর।’
এসএইচ-২০/০৩/২০ (প্রযুক্তি ডেস্ক)