২৪ ঘণ্টা পর মুছে যাবে টুইট!

ফ্লিটস (fleets) নামের নতুন একটি ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে টুইটার।

এর মাধ্যমে এমন টুইট করা যাবে যা ২৪ ঘণ্টা পর নিজে থেকেই মুছে যাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধারাটি প্রথমে জনপ্রিয় করে তুলেছিল স্ন্যাপচ্যাট।

নতুন এ ফিচার যোগ হলে টুইটার ব্যবহারকারীরা এমন বিষয়ে টুইট করতে পারবেন যা তারা তাদের ওয়ালে স্থায়ীভাবে দেখতে চান না।

এসব টুইট অন্যরা রিটুইট করতে পারবে না, পাবলিকলি লাইক কিংবা কমেন্টও করতে পারবে না।

এসএইচ-৩১/০৯/২০ (প্রযুক্তি ডেস্ক)