এপ্রিল ফুল দিবস পালন করবে না গুগল

২০০৪ সাল থেকে প্রতিবছরই এপ্রিল ফুল পালন করে আসছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। তবে সারা বিশ্বজুড়ে যে করোনার কারণে এপ্রিল ফুলের প্ল্যান বাতিল করার সিদ্ধান্ত নিল এই সংস্থা।

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর, করোনা ভাইরাসের কারণে এপ্রিল ফুলের দিন কোনও পোস্ট বা জোকস দেয়া হবে না।

আমাদের এখন সকলের লক্ষ্য, এই কঠিন সময়ে মানুষের পাশে থাকার। আমরা পরের বছর এপ্রিল ফুল দিনটি ভালোভালে পালন করব।

সংস্থাটি আরও জানায়, আমরা ইতোমধ্যেই এ্রপ্রিল ফুলের সমস্ক প্রজেক্ট বন্ধ করে দিয়েছি। শুধু সংস্থারই নয়, এই প্রজেক্টের সঙ্গে জড়িত সমস্ত টিম অন্তর্বর্তী ও বহির্গতভাবে কোনও এপ্রিল ফুল প্ল্যানের সঙ্গে সামিল হবেন না।

যদি সম্ভব হয়, ২০১৯ সালে এপ্রিল ফুলের জোকস দিয়ে আপনজনের সঙ্গে খেলতে পারেন, তবে এ বছরের জন্য আর কোনও মজা নয়।

এসএইচ-২৭/৩০/২০ (প্রযুক্তি ডেস্ক)